সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

যে গ্রামে সেলফি তুলতেও গুনতে হয় টাকা

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

পুজোর সময় হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িতে ধূপকাঠি জ্বালানো একটি অন্যতম রীতি। এটি ঘরে সুবাস ছড়ায় এবং ইতিবাচক শক্তির অনুভূতি দেয়। ভারতের প্রতিবেশী দেশেও রয়েছে ধূপকাঠির গ্রাম। কীভাবে এই গ্রাম অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠছে শুধুমাত্র ধূপকাঠির কারণে, তা ভারী মজার। 

প্রধানত ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটির ব্যবহার বেশি। বাংলাদেশ ও ভারতের ধূপকাঠির রং ধূসর হলেও ভিয়েতনামের এটি হয় রঙিন। এটির জন্য দেশটির একটি গ্রাম বিখ্যাত। 

ভিয়েতনামের এ গ্রামের নাম কাং ফু চাউ। এ গ্রামে গেলে সবখানে শুধু রঙিন ধূপকাঠি দেখতে পাবেন। এটি গ্রামের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সেখানকার মানুষকে আর্থিক স্বাবলম্বী করেছে। এ ছাড়া এ রঙিন ধূপকাঠিগুলো দূর-দূরান্তের পর্যটকদেরও আকৃষ্ট করছে। তবে এখানে অদ্ভুত নিয়ম হচ্ছে—এ রঙিন ধূপকাঠি নিয়ে সেলফি তুলতে গেলে গুনতে হয় অর্থ। যার পরিমাণ নির্ধারিত। ৫০ হাজার ডং, যা বাংলাদেশি অর্থে প্রায় ২২৫ টাকা। 

এই গ্রাম কোথায়? 

আমরা যে ধূপকাঠির গ্রামের কথা বলছি সেটি ভিয়েতনামে। এই গ্রামের নাম কাং ফু চাউ গ্রাম। এই গ্রামে গেলে সবখানে শুধু রঙিন ধূপকাঠি দেখতে পাবেন। এই ধূপকাঠি গ্রাম সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সেখানকার মানুষকে আর্থিকভাবেও শক্তিশালী করে তুলছে। এছাড়াও এই রঙিন ধূপকাঠিগুলো দূর-দূরান্তের পর্যটকদেরও আকৃষ্ট করছে।

আরও পড়ুন: বিনামূল্যে থাকা-খাওয়ার অফার দিচ্ছে এই সুন্দর দ্বীপ

লাল, সবুজ, হলুদ ধূপকাঠি

ভারতীয় বাড়িতে পোড়ানো ধূপকাঠি প্রায়ই কালো রঙের হয় কিংবা চন্দনের। কিন্তু ভিয়েতনামের এই গ্রামে তৈরি ধূপকাঠিগুলো রঙিন। মূলত তিনটি রঙ রয়েছে। লাল, সবুজ এবং হলুদ। প্রকৃতপক্ষে, ভিয়েতনামে শুরু থেকেই এই রঙের ধূপকাঠির প্রবণতা রয়েছে। সেজন্য এই ধূপকাঠিগুলো এখানে প্রচুর বিক্রি হয়। এখানে আপনি বেশিরভাগ বাড়ির বাইরে ফাঁকা জমিতে এই ধূপকাঠিগুলির গুচ্ছগুলি শুকিয়ে দেখতে পাবেন।

সেলফির জন্য টাকা

জার্মান নিউজ ওয়েবসাইট ডি ডব্লিউ-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই গ্রামের মানুষ শুধু এই রঙিন ধূপকাঠিগুলো থেকে অর্থ উপার্জন করছে না, পর্যটকদের কাছ থেকেও প্রচুর অর্থ উপার্জন করছে। বিশেষ করে এখানকার লোকেরা এই ধূপকাঠি দিয়ে সেলফি তুলতে চায় এমন পর্যটকদের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নেয়। এই পরিমাণ ৫০ হাজার ডং। তবে এখানে বিক্রি হওয়া ধূপকাঠির দাম খুবই কম। এই কারণেই এখানে বেড়াতে আসা পর্যটকরাও প্রচুর ধূপকাঠি কিনে নিয়ে যায়।     

সূত্র: ডিডব্লিউ

এসকে/ 

সেলফি ভিয়েতনাম

খবরটি শেয়ার করুন