শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ইন্টারনেট বন্ধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : আইসিটি উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোটা আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউনের কারণ এবং জড়িতদের বিষয়ে তদন্ত করা হবে। পাশাপাশি এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা নাহিদ হোসেন। 

রোববার (১১ই আগস্ট) সচিবালয়ে প্রথম অফিস করতে এসে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।

আরও পড়ুন: প্রথম কর্মদিবসে সচিবালয়ে উপদেষ্টারা

তিনি বলেন, আন্দোলনের সময় ডিজিটাল শাটডাউনের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজই উদ্যোগ গ্রহণ করা হবে।

নাহিদ ইসলাম বলেন, ইন্টারনেট সেবা একটি মানবাধিকারের বিষয়, সুতরাং ইন্টারনেট কমানো বা বন্ধ করে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন। তাই মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ যাতে না হয় সেদিকে নজর থাকবে।

কথায় কথায় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার যে বিষয়টি সেটি আর হবে না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে তারুণ্যের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে বলেও জানান এই উপদেষ্টা।

এসি/কেবি

আইসিটি উপদেষ্টা ইন্টারনেট বন্ধ

খবরটি শেয়ার করুন