সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কাবায় রমজানের প্রথম তারাবি পড়ালেন যে তিন ইমাম

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে রোববার (১০ই মার্চ)। এ দিন রমজানের প্রথম তারাবিতে পবিত্র কাবায় ইমামতি করেছেন তিন ইমাম।

রোববার (১০ই মার্চ) স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পবিত্র কাবার অফিসিয়াল ফেসবুক পেজ ‘ইনসাইড দ্য হারামাইনে’ জানানো হয়েছে, রমজানের প্রথম তারাবিতে তিনজন ইমাম নামাজ পড়িয়েছেন। তাদের মধ্যে প্রথমে নামাজ পড়ান শায়খ বদর আল তুর্ক। এরপর ইমামতি করেন শায়খ ওয়ালিদ সামসান। আর সবশেষ ছিলেন শায়খ সুদাইস।

আরো পড়ুন: প্রথম তারাবিতে আল আকাসায় মুসল্লিদের ঢল

এছাড়া রমজানের প্রথম তারাবির নামাজে মসজিদে নববীতে ইমামতি করেছেন শায়খ বারহাজি ও শায়খ কাসেম। 

সূত্র: আরব নিউজ

এইচআ/ 

কাবা রমজান ইমাম

খবরটি শেয়ার করুন