বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে হলিউডের ওয়াক অব ফেমে দীপিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৫

#

দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের উজ্জ্বল ক্যারিয়ারে এবার যুক্ত হতে যাচ্ছে আরেকটি গৌরবময় পালক। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে হলিউডের মর্যাদাপূর্ণ ওয়াক অব ফেমে সম্মানিত হতে যাচ্ছেন দীপিকা। ওয়াক অব ফেমে ২০২৬ সালের জন্য নির্বাচিত ব্যক্তিদের তালিকায় রয়েছে বলিউডের মোহিনীর নাম।

দীপিকার সঙ্গে ২০২৬ সালে ওয়াক অব ফেমে আরও সম্মানিত হবেন হলিউডের তারকা মাইলি সাইরাস, টিমোথি চালামেট, অভিনেত্রী এমিলি ব্লান্ট, ফরাসি অভিনেত্রী মারিয়ঁ কঁতিয়ার, কানাডিয়ান অভিনেত্রী র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, ইতালীয় অভিনেতা ফ্রাঙ্কো নেরো এবং জনপ্রিয় সেলিব্রিটি শেফ গর্ডন র‍্যামসে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গত ২০শে জুন হলিউড চেম্বার অব কমার্স-এর ওয়াক অব ফেম নির্বাচন প্যানেল এক বৈঠকে শত শত মনোনয়নের মধ্য থেকে বাছাই করে এই সম্মানপ্রাপ্তদের নাম নির্ধারণ করে। পরে ২৫শে জুন চেম্বারের বোর্ড অব ডিরেক্টরস এই নির্বাচনের অনুমোদন দেয়।

হলিউডের ওভেশন হলিউডে সরাসরি সম্প্রচারিত প্রেস কনফারেন্সে দীপিকার নামসহ বিভিন্ন বিভাগের নামী ব্যক্তিত্বদের তালিকা ঘোষণা করা হয়। রেকর্ডিং, সিনেমা, টেলিভিশন, লাইভ থিয়েটার/পারফরম্যান্স এবং স্পোর্টস এন্টারটেইনমেন্টে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।

ওয়াক অব ফেম নির্বাচন কমিটির চেয়ারম্যান ও ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশনের প্রাক্তন সিইও পিটার রথ এক বিবৃতিতে বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে ২০২৬ সালের জন্য নির্বাচিত ৩৫ জন সম্মানিত ব্যক্তির নাম ঘোষণা করছি, যাদের হলিউড ওয়াক অব ফেমে যুক্ত করা হবে।’

জে.এস/

দীপিকা পাড়ুকোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন