সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দুই গবেষকের দাবি

অচিরেই মানুষ লাভ করবে অমরত্ব!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

স্প্যানিশ ভবিষ্যৎ চিন্তাবিদ হোসে লুইস কর্দেরো এবং ব্রিটিশ গণিতজ্ঞ ডেভিড উড পাঁচ বছর আগে ‘দ্য ডেথ অব ডেথ’ বা মরণের মৃত্যু নামে একটি বই লিখেছিলেন। এ বছরের জুলাই মাসেই প্রকাশিত হয়েছে সেটির আন্তর্জাতিক সংস্করণ। আর নতুন করে শুরু হয়েছে চর্চা।

তাঁদের মতে, ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নতুন করে কলাকোষ তৈরির পদ্ধতি, স্টেমসেল চিকিৎসা, অর্গ্যান প্রিন্টিং, ঠাণ্ডায় অঙ্গ-প্রত্যঙ্গ সংরক্ষণের প্রযুক্তি আর জেনেটিক থেরাপির সাহায্যে ২০৪৫ সালের মধ্যেই সভ্যতা থেকে রোগ-বালাই মুছে ফেলা যাবে।

দুই গবেষকের বক্তব্য- রোগ কেবল দেহকে জীর্ণ করে। ক্রোমোজমের টেলোমিয়ার বলে একটি অংশ হ্রাস পেতে থাকে। সেটিকে দীর্ঘায়িত করে বয়সকে উল্টো পথে হাঁটানোও সম্ভব। বার্সেলোনায় বই প্রকাশের অনুষ্ঠানে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির প্রৌঢ় গবেষক কর্দেরোর দাবি ছিল, তিরিশ বছর পর চাইলে তিনি তরতাজা যুবক হয়ে উঠতে পারেন।

২০১৫ সালের সেপ্টেম্বরে আমেরিকার একটি জৈবপ্রযুক্তি সংস্থার কর্ণধার ৪৪ বছর বয়সী এলিজাবেথ প্যারিশ নিজে দুটি জেনেটিক ট্রায়ালে অংশ নিয়েছিলেন। তাঁর সংস্থার তৈরি দুটি ওষুধ তিনি নিজেই নেন। তাঁর দাবি, প্রতিবছর গড়ে পাঁচ বছর করে বয়স কমছে। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে, জন্মসূত্রে ৫২ বছর বয়সী প্যারিশের এখন শারীরিক বয়স মাত্র ২৫।

আরো পড়ুন: মা হতে ভালো লাগে, তাই গর্ভ ভাড়া দেন তরুণী

কর্দেরোরা স্মরণ করিয়েছেন, ১৯৫১ সালে মৃত্যু হয়েছিল ক্যানসারে আক্রান্ত হেনরিয়েটা ল্যাকসের। অস্ত্রোপচারে বের করে আনা তাঁর টিউমারটি গবেষণাগারে এখনো সজীব। তাঁদের মতে, ক্যানসারের মতো ব্যাধি সারিয়ে দেওয়া এক দশকের মধ্যেই সম্ভব হতে পারে। অমরত্ব লাভ করলেও ভবিষ্যতের পৃথিবীতে ক্ষেপণাস্ত্র, বেপরোয়া গাড়ির চাকাসহ অযাচিত সব মৃত্যুর হাত থেকে রক্ষার উপায় এখন পর্যন্ত নেই।

তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা

এম এইচ ডি/  আই. কে. জে/ 

গবেষণা অমরত্ব লাভ

খবরটি শেয়ার করুন