বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

অতিরিক্ত দামে বিক্রি: দুই ডাব ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৪ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩

#

৩০/৪০ টাকা থেকে ৬০ টাকায় কেনা ডাব ১১০ থেকে দেড়শ টাকার বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। নির্দেশনা দেয়া হয় ডাবের মূল্য তালিকা টানানোর। কেউ অতিরিক্ত দাম নিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে ভোক্তা অধিদপ্তর। 

ডেঙ্গুর প্রকোপে ডাবের চাহিদা বেড়ে যাওয়ায় অস্বাভাবিক দামে ডাব বিক্রি করছে অনেকে, এমন অভিযোগে বৃহস্পতিবার মধ্যরাতে কারওয়ানবাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেসার্স ইউনূস এন্টারপ্রাইজ ও হাসান এন্টারপ্রাইজের ব্যবসায়ীদের বিরুদ্ধে কেনা দামের দ্বিগুণ দরে ডাব বিক্রির প্রমাণ পান ভোক্তা অধিকারের কর্মকর্তারা।

অভিযানে পাকা ক্যাশমেমোসহ ডাব-কেনা বেচার তাগিদ দেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। 

আই.কে.জে/


অতিরিক্ত দামে বিক্রি: ডাব

খবরটি শেয়ার করুন