বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

অভিযোগ করা প্রার্থীদের হাইকোর্ট দেখিয়ে দিলো ইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশ হয়ে গেছে। এখন কোনো প্রার্থীর অভিযোগ থাকলে নির্বাচন কমিশনে না এসে হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ই জানুয়ারি) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এমন তথ্য জানিয়েছেন।

ভোটের পর অনেকেই ফলাফল বাতিল চেয়ে অভিযোগ করছেন। ঢাকা-৪ আসনের নৌকার প্রার্থী সানজিদা খানম, ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান, রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী, ময়মনসিং-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা, পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী রুস্তম আলী ফরাজী, মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নানসহ বেশ কিছু প্রার্থী ভোটে অনিয়মের অভিযোগ তুলে ইসির কাছে প্রতিকার চেয়েছেন।

আরো পড়ুন: কয়েক লাখ বাংলাদেশী মালয়েশিয়ায় বৈধতার সুযোগ পাচ্ছেন

ইসির কর্মকর্তারা বলছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, গেজেট প্রকাশের আগে ভোটের অনিয়ম নিয়ে অভিযোগ এলে তা যাচাই করে ফলাফল স্থগিত করতে পারে সংস্থাটি। অন্যথায় হাইকোর্টে গঠিত সংসদ নির্বাচনের বেঞ্চে প্রতিকার চেয়ে আবেদন করা যায়। এরই মধ্যে দুটি বেঞ্চ গঠন করা হয়েছে। এক্ষেত্রে প্রার্থী বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি সেখানে অভিযোগ দায়ের করতে পারবেন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলছেন, ৯ই জানুয়ারি ২৯৮ আসনের বিজয়ীদের গেজেট প্রকাশ হয়েছে। এখন আর ইসির করার কিছু নেই। কারো কোনো অভিযোগ থাকলে হাইকোর্টে যেতে হবে। তবে গেজেট প্রকাশের আগের অভিযোগ যেগুলো আছে, সেগুলো কমিশনে নথি আকারে উত্থাপন করা হবে। কমিশন যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে হাইকোর্টে অভিযোগ দায়ের করতে হবে।

এইচআ/ আই. কে. জে/  

ইসি হাইকোর্ট অশোক কুমার দেবনাথ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অভিযোগ

খবরটি শেয়ার করুন