ছবি: সংগৃহীত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, গতবার যা ছিল, তার থেকে কাজের স্পৃহা আরো বেড়ে যাবে। আমাকে যদি ভোট নাও দেন, তবুও ভোট কেন্দ্রে যাবেন।
শনিবার (৩০শে ডিসেম্বর) বিকেলে তার নির্বাচনী এলাকায় লোহাগড়া উপজেলায় পথসভায় বক্তব্য ও গণসংযোগকালে এসব কথা বলেন মাশরাফি।
এসময় মাশরাফি তার বক্তব্যে বলেন, আপনারা সকলে সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। নৌকা প্রতীক আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, এবার নৌকা প্রকীকে ভোট দিলে স্মার্ট বাংলাদেশ হবে। উন্নয়নের ধারা অব্যহাত রাখতে নৌকা প্রতীকে ভোট দেবেন। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, গতবার যা ছিল, তার থেকে কাজের স্পৃহা আরো বেড়ে যাবে। আমাকে যদি ভোট নাও দেন, তবুও ভোট কেন্দ্রে যাবেন।
এদিন লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউপি ও ইতনা ইউপির, ইতনা চৌরাস্তা, ইতনা কলেজ মোড়, ইতনা বাজার, রাধানগর বাজার, পাংখার চর, পাঁচুড়িয়া বাজার, দোয়া মল্লিকপুর, মহিষাপাড়াসহ এলাকায় দশটি স্থানে পথসভায় অংশ নেন মাশরাফি।
এদিকে ক্রিকেট তারকা মাশরাফীকে দেখতে দুটি ইউনিয়নের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে শত শত নারী-পুরুষ তাকে বরণ করার জন্য ফুল নিয়ে দাড়িয়ে ছিলেন। এ সময় এলাকার বয়োবৃদ্ধ মুরব্বীদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন। মাশরাফির পথসভায় ও গণসংযোগকালে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ওআ/
খবরটি শেয়ার করুন