সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আলাস্কায় অনুষ্ঠিত হচ্ছে ভারত-যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

চলমান যুদ্ধ অভিযানের অংশ হিসেবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আলাস্কায় পরিচালিত করতে চলেছে সহযোগিতামূলক মহড়া। 

এ মহড়ার লক্ষ্য হলো দুইদেশের মধ্যকার সম্পর্ক জোরদার করা এবং আন্ত:কার্যক্ষমতা বৃদ্ধি করা। ২৫ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার ফোর্ট ওয়েনরাইটে চলবে এই অনুশীলন প্রক্রিয়া।

আলাস্কার উদ্দেশ্যে যাত্রা শুরুর পূর্বে ভারতের সেনাসদস্যদের এ মহড়ার সর্বোচ্চ লাভ গ্রহণ করার (সর্বোচ্চ প্রশিক্ষণ গ্রহণ) পরামর্শ দেন ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল।

ভারত থেকে ৩৫০ জনের সেনাসদস্যের দল এ মহড়ায় অংশ নিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১ম ব্রিগেড কমব্যাট টিমের ১-২৪ পদাতিক ব্যাটালিয়ন অংশ নিচ্ছে। 

আরো পড়ুন : ভারতে বন্ধ হতে চলেছে আফগান দূতাবাস

উভয় পক্ষই জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে তাদের আন্ত:কার্যকারিতা উন্নত করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাছাড়া এ মহড়ার সময় উভয় পক্ষই তাদের অভিজ্ঞতা ভাগ করে নিবে। অর্থাৎ দুই দলই একে অপরের কাছ থেকে নতুন করে অনেককিছু শিখতে চলেছে।

প্রতিকূল পরিবেশে যুদ্ধ করার বিভিন্ন পন্থা, নতুন নতুন অস্ত্রশস্ত্রের ব্যবহার, অপারেশন, যুদ্ধ চিকিৎসা ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হবে এ মহড়ায়।

এসকে/ এএম/ 

যুক্তরাষ্ট্র ভারত সেনাবাহিনীর মহড়া আলাস্কা

খবরটি শেয়ার করুন