বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আলু আর ডাল দিয়ে তৈরি করুন মুচমুচে পেঁয়াজু!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পেঁয়াজু নাম শুনলে আমরা সাধারণত পেঁয়াজের ব্যবহারটা বেশি হবে এটাই ভেবে থাকি। কিন্তু আলু আর ডাল দিয়েও তৈরি করা যায় সুস্বাদু পেঁয়াজু। বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে রাখতে পারেন এই খাবারটি। সব বয়সীদের কাছে এটি হতে পারে পছন্দের খাবার। চলুন জেনে নেওয়া যাক, মুচমুচে আলু-ডালের পেঁয়াজু তৈরির রেসিপি-

তৈরি করতে যা যা লাগবে :-

ডাল- ১ কাপ

আলু ছোট- ১টি

পেঁয়াজ কুচি- ১ কাপ

কাঁচা মরিচ কুচি- ২ টেবিল চামচ

আদা বাটা- দেড় চা চামচ

রসুন বাটা- দেড় চা চামচ

লবণ- পরিমাণমতো

আরো পড়ুন : মালাই কেক তৈরির রেসিপি

হলুদ গুঁড়া- ১/২ চা চামচ

জিরা গুঁড়া- দেড় চা চামচ

ধনিয়া পাতা কুচি- ১/৪ কাপ

তেল- পরিমাণমতো।

প্রদ্ধতি :-

ডাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে ভালো করে ধুয়ে পানি পুরোপুরি ঝরিয়ে বেটে নিন। আলু মিহি কুচি করে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিন। এখন আলুর পানি ভালো করে চিপে ফেলে দিন। একটি পাত্রে আলু কুচি, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, লবণ, হলুদ, জিরা এবং ধনিয়া পাতা হাত দিয়ে মেখে নরম করে এই মিশ্রণের সঙ্গে বাটা ডাল মিশিয়ে নিন।

পাত্রে তেল গরম দিন। তেল গরম হয়ে গেলে ডালের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে পাতলা করে তেলে দিতে থাকুন। এরপর পেঁয়াজু লাল লাল করে ভেজে প্লেটে তুলে নিয়ে পরিবেশন করুন। চাইলে টমেটো সস এর সাথেও পরিবেশন করতে পারবেন। 

এস/ আই. কে. জে/

রেসিপি পেঁয়াজু

খবরটি শেয়ার করুন