সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলকে কৌশল পরিবর্তনের পরামর্শ আমেরিকার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলকে গাজায় আক্রমণের তীব্রতা কমিয়ে উচ্চ-মূল্যের লক্ষ্যস্থলগুলোতে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ১৫ ডিসেম্বের (বৃহস্পতিবার) অমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালেভান ইসরায়েল সফরের সময় দেশটির কর্তৃপক্ষের সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলেছেন। 

প্যালেস্টাইনি ছিটমহল গাজায় বিস্তৃত স্থল অভিযান থেকে সরে হামাসের বিরুদ্ধে ‘সার্জিক্যাল অভিযানের’ দিকে যেতে ইসরায়েলকে চাপ দিয়েছে আমেরিকা। প্রেসিডেন্ট জো বাইডেন গাজার বেসামরিকদের জীবন সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি ইসরায়েলকে গাজায় আক্রমণের তীব্রতা কমিয়ে উচ্চ-মূল্যের লক্ষ্যস্থলগুলোতে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন। 

আরো পড়ুন:  ইইউতে যুক্ত হচ্ছে ইউক্রেন

নাম না প্রকাশ করার অনুরোধ জানিয়ে এক ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিকদের জানান, বেসামরিকদের সুরক্ষার বিষয়ে বেশ জোর দিয়েছেন সালেভান। এর জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা বিস্তৃত তথ্য দিয়ে বলেছেন, “হামাসের যোদ্ধা থেকে বেসামরিক জনগণকে পৃথক করার চেষ্টায় তারা অসাধারণ প্রচেষ্টা চালাচ্ছেন।”   

ইসরায়েল বলে আসছে, হামাস বেসামরিকদের ও বেসামরিক ভবনগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে। হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।  

ওই কর্মকর্তা জানান, হামাসের হাতে বন্দি অবশিষ্ট জিম্মিদের গাজার বাইরে নিয়ে আসার প্রচেষ্টা নিয়ে সালেভান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিস্তারিত আলোচনা করেছেন। গাজার ভবিষ্যৎ নেতৃত্ব প্যালেস্টাইনিদের অধীনেই থাকা উচিত, এ বিষয়েও তাদের মধ্যে ব্যাপক সমঝোতা হয়েছে।

গাজায় কতোদিন ধরে যুদ্ধ চালানো হবে তার একটি সময়সীমা নির্ধারণের জন্যও ইসরায়েলের সরকারকে চাপ দিয়েছেন সালেভান। এর জবাবে নেতানিয়াহু হোয়াইট হাউজের নিরাপত্তা উপদেষ্টাকে বলেছেন, “নিরঙ্কুশ বিজয় না আসা পর্যন্ত ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে।”

সূত্র:রয়টার্স 

এইচআ/  আই.কে.জে


আমেরিকা হামাস কৌশল সার্জিক্যাল অভিযান

খবরটি শেয়ার করুন