শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

উদ্বেগের কথা ইসরায়েলকে জানাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪১ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় ইসরায়েলের কাছে ‘উদ্বেগ’ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। হতাহতের বিষয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তার উদ্বেগের বিষয়টি অবগত করেছে বলে বুধবার (১৪ ডিসেম্বর) জানিয়েছে হোয়াইট হাউস। 

গাজায় নির্বিচারে বোমা হামলার জন্য ইসরায়েল বৈশ্বিক সমর্থন হারাতে পারে বলে প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করার পর হোয়াইট হাউস একথা জানাল।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘আমাদের উদ্বেগ রয়েছে এবং আমরা এই সামরিক অভিযানের বিষয়ে (ইসরায়েলের কাছে) সেই উদ্বেগ প্রকাশও করেছি। এমনকি হামাস যে এই সংঘাত শুরু করেছে তা আমরা স্বীকার করে নিয়েছি।’

মূলত গাজায় চলমান যুদ্ধের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতবিরোধের সৃষ্টি হয়েছে। বাইডেন বলেছেন, গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে বিশ্বব্যাপী সমর্থন হারাচ্ছে ইসরায়েল।

আরো পড়ুন: আবারো প্রেসিডেন্ট হবেন ট্রাম্প!

মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্টের মন্তব্যকে ইসরায়েলের নেতৃত্বের বিরুদ্ধে এখনও পর্যন্ত তার সবচেয়ে কঠোর সমালোচনা বলে মনে করা হচ্ছে।

এছাড়া বিভিন্ন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মতভেদ রয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট বাইডেন। দ্বিপাক্ষিক সম্পর্কে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেসব মতভেদ দূর হয়নি বলে উল্লেখ করেছেন তিনি।

ইসরায়েল বলছে, আন্তর্জাতিক সমর্থন নিয়ে অথবা ছাড়াই গাজা যুদ্ধ চালিয়ে যাবে তারা। মূলত গাজায় বেসামরিক হতাহতের জেরে বিশ্বজুড়ে ব্যাপক চাপের মুখে পড়েছে ইসরায়েল।

টানা দুই মাস ধরে চলা এই ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ১৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত এসব ফিলিস্তিনির ৭০ শতাংশই নারী ও শিশু। 

সূত্র: এএফপি

এইচআ/ আই.কে.জে/


যুক্তরাষ্ট্র গাজা উদ্বেগ ইসরায়েল-হামাস যুদ্ধ

খবরটি শেয়ার করুন