সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঋণ পরিশোধে চীনের আঞ্চলিক প্রশাসনকে কেন্দ্রীয় সরকারের সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

চীনের ১২ টি অঞ্চলের ঋণ পরিশোধে সহায়তার জন্য অঞ্চলগুলোর আঞ্চলিক প্রশাসনকে ১.৫ ট্রিলিয়ন ইউয়ান (২৯৫৯ কোটি টাকা) বন্ড বিক্রি করার অনুমতি দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

তিয়ানজিন, গুইঝো, ইউনান, শানসি এবং চংকিং অঞ্চলগুলোর আঞ্চলিক প্রশাসন ঋণ পরিশোধের চাপের মধ্যে রয়েছে। 

চীনা কেন্দ্রীয় ব্যাংক স্থানীয় সরকারি ইউনিটগুলোতে দীর্ঘমেয়াদি ও কম খরচে সহযোগিতা প্রদানের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে। 

এই ঋণগুলোই চীনা অর্থনীতি এবং এর আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় বিপদ। পূর্বেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একে চীনের প্রধান আর্থিক ঝুঁকি হিসেবে অভিহিত করেছেন।

তবে আঞ্চলিক সরকারকে সহযোগিতা করার আগে তাদের ঠিক কত পরিমাণ ঋণ রয়েছে তা খতিয়ে দেখছে চীন সরকার।

গত জুলাই মাসে চীনের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো ঘোষণা দেয়, তারা স্থানীয় সরকারের ঋণ মোকাবেলায় বেশ কয়েকটি পদক্ষেপ নিতে চলেছে।

এম.এস.এইচ/

চীন ঋণ

খবরটি শেয়ার করুন