সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঋণের চাপে জর্জরিত দেশের তালিকায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত।

বৈশ্বিক ঋণের চাপে জর্জরিত এমন ১৫টি দেশের তালিকায় রয়েছে পাকিস্তান। অর্থনীতি বিষয়ক বিশ্লেষক, আতিক উর রহমানের মতে, যত দ্রুত সম্ভব পাকিস্তানকে এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হবে।

বৈদেশিক ঋণের চাপ ছাড়াও অভ্যন্তরীণ ঋণের চাপও রয়েছে পাকিস্তানের। এ অভ্যন্তরীণ ঋণ মোট ঋণের প্রায় ২১ শতাংশ দখল করে আছে। এ অবস্থা চলতে থাকলে দেশটির ঋণের চাপ ক্রমাগত বাড়তেই থাকবে বলে আশংকা করছেন বিশ্লেষক।

২০২৪ অর্থবছরের জন্য পাকিস্তানের প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রয়োজন রয়েছে, যেখানে প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার (সুদ প্রদানসহ) বহিরাগত ঋণ পরিশোধ করতে হবে দেশটিকে। ২০২৩ সালের জুন মাসের পর দেশটির অর্থায়নের জন্য বিকল্প রাস্তাগুলো এখনও অনিশ্চিত।

আরও পড়ুন: ইরাকে একজন মার্কিন সেনাও থাকতে পারবে না: খামেনি

দেশটি প্রচুর ঋণের সম্মুখীন। এ ঋণ পরিশোধের ক্ষেত্রে কোনও ধরনের বাস্তব পরিকল্পনা নিতেও ব্যর্থ হচ্ছে দেশটি। দেশের আর্থিক ঘাটতি বেড়েই চলেছে। এমতাবস্থায় দেশের সরকারকে প্রত্যেক স্তরে ব্যয় কমানো উচিত এবং লেনদেন অনেক ভেবেচিন্তে করা উচিত।

এমএইচডি/ আই. কে. জে/

বৈদেশিক ঋণ পাকিস্তান

খবরটি শেয়ার করুন