শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নতুন বিশ্বরেকর্ড

একসঙ্গে ২ হাজার বিয়ে!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১০:৫০ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানে মাত্র ৬ ঘণ্টায় ২ হাজার ১৪৩ যুগলের বিয়ে হয়েছে। এর মাধ্যমে এক দিনে ও সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি বিয়ের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে গেছে। আর তৈরি হয়েছে নতুন রেকর্ড।

গত ২৬ মে রাজস্থানের বারান শহরে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়। যেখানে মুসলিম ও হিন্দু উভয় ধর্মাবলম্বী যুগলদের বিয়ে দেওয়া হয়। আর এটি আয়োজন করে শ্রী মহাবীর গোসালা কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড আনুষ্ঠানিকভাবে এ বিশ্বরেকর্ডের স্বীকৃতিও দিয়েছে।

এর আগে একসঙ্গে একদিনে এত বিয়ের রেকর্ডটি ছিল ইয়েমেনের দখলে। দশ বছর আগে ২০১৩ সালে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে ১২ ঘণ্টার মধ্যে ৯৮৩ যুগলের বিয়ে হয়েছিল।

বিশ্বরেকর্ড গড়া ২ হাজার ১৪৩ যুগলের বিয়েতে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও ক্যাবিনেট মন্ত্রী প্রমোদ জৈনর মতো উচ্চপদস্থ ব্যক্তিরা।

এই যুগলের সবাইকে বিয়ের আয়োজনকারী সংগঠনের পক্ষ থেকে উপহার হিসেবে স্বর্ণালঙ্কার, একটি রেফ্রিজারেটর, একটি টিভি, বালিশের কভার-চাদর এবং রান্নাঘরের জিনিসপত্র দেওয়া হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল— সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর সাধারণ নারী ও পুরুষ যাদের বিয়ে হতে সমস্যা হচ্ছিল তাদের সহায়তা করা।

আরো পড়ুন: এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের দুই নারী

এদিকে গণ বিয়ের এ ধারণাটি নতুন বা ইউনিক কোনো বিষয় নয়। বিশেষ করে গত এক দশকে দক্ষিণ কোরিয়ায় একাধিকবার গণবিয়ের আয়োজন দেখা গেছে।

এম এইচ ডি/ আইকেজে 

গণবিয়ে বিশ্বরেকর্ড ভিন্ন স্বাদের খবর বিশ্ব সংবাদ ভারত গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রাজস্থান মুসলিম হিন্দু

খবরটি শেয়ার করুন