সোমবার, ২৬শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ‘সাঁতাও’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

এ বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা ছবি হয়েছিল ‘সাঁতাও’। খন্দকার সুমন পরিচালিত ছবিটি জলবায়ু, পরিবেশ, সর্বোপরি মাতৃত্বের গল্প বলে। নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ পেয়েছে সিনেমাটি।

আলোচিত এ ছবিটি দেশ-বিদেশে নানাবিধ উৎসব ও প্রেক্ষাগৃহ ঘুরে এখন দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ-এ। 

বুধবার মধ্যরাত থেকে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মে আমাজন প্রাইম ভিডিওতে ‘সাঁতাও’ সিনেমা দেখা যাচ্ছে।

খন্দকার সুমন বলেন, এটা একটা বড় অর্জন। সিনেমাটি আমি হারাতে দেইনি। দর্শক দেখতে চায়। তাই এখন আমাজন প্রাইমে দেখা যাচ্ছে। সামনে আরও কিছু আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেখা যাবে। সেই বিষয়ে কথা হচ্ছে।

আরো পড়ুন: সালমানের ভাই বিয়ে করছেন মেকআপ আর্টিস্টকে

‘সাঁতাও’ সিনেমার গল্প কৃষকদের সংগ্রামী জীবন ও প্রান্তিক পটভূমি থেকে নারীদের সর্বজনীন সংগ্রামকে কেন্দ্র করে। পরিচালনার পাশাপাশি খন্দকার সুমন ‘সাঁতাও’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন।

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। আরও অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, তশমিতা শিমু, মিতু সরকার প্রমুখ।

এসি/ আই.কে.জে/



আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘সাঁতাও’

খবরটি শেয়ার করুন