শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

এবার পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান মেহমুদ কুরেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৪ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি এবং দলটির মহাসচিব আসাদ উমরকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশ, ১৯৬০-এর ৩ নম্বর ধারায় কুরেশিকে ১৫ দিনের জন্য হেফাজতে নেয়া হয়েছে। কুরেশি ও উমরকে ইসলামাবাদে সচিবালয় থানায় স্থানান্তরিত করা হয়েছে। পিটিআইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরীকেও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

এদিন ইমরান খানকে গ্রেপ্তারের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানাতে উমর সুপ্রিম কোর্টে যাচ্ছিলেন তারা। ওই সময় প্রথমে উমরকে গ্রেপ্তার করা হয়। পরে কুরেশিকে গ্রেপ্তার করা হয়। এসময় পিটিআইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরীকেও গ্রেপ্তারের চেষ্টা করে পুলিশ। 

আরো পড়ুন: আল কাদির ট্রাস্ট মামলা কী?

এদিকে, আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) চেয়ারম্যান ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিন ইসলামাবাদ পুলিশ লাইনসে গঠিত বিশেষ আদালতে তোলা হয় তাকে। পরে আদালত ইমরান খানের আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এম/


 

মেহমুদ কুরেশি গ্রেপ্তার

খবরটি শেয়ার করুন