সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

এবার পূজায় ব্যাপক সাড়া ফেলেছে রাজিবুল হাসানের লেখা গানগুলো

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজিব রাজিবুল হাসান কর্পোরেট জগতের মানুষ হলেও সাহিত্য-সংস্কৃতি নিবিড়ভাবে জড়িয়ে আছে তাঁকে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের স্বনামধন্য তৈরি পোশাক কারখানা ফকির এ্যপারেলস লিমিটেডে কর্মরত আছেন। পাশাপাশি রোবাইদা বিনতে ইসলাম দীনার পরিকল্পনায় “আবর্তন” অনলাইন পেইজের পরিচালনা ও সঞ্চালনা করছেন। তিনি একজন নজরুল অনুরাগী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণার কাজও সফলভাবে করছেন তিনি। 

ছোট বেলা থেকেই গান, কবিতা তথা লেখালেখির প্রতি ছিলো প্রবল আগ্রহ। ৭ম শ্রণী থেকেই লেখালেখির হাতেখড়ি, লিখেছেন বেশ কিছু কবিতা, গল্প এবং গান। ইতিমধ্যে তাঁর দুটি একক প্রকাশনাসহ বেশ কিছু যৌথ প্রাকাশনায় বই প্রকাশিত হয়েছে। গল্পের বই ‘বরফ গলার ইতিকাথা’ ও গেরি চ্যাপম্যানের বিখ্যাত বই “The Five Love Language” এর অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং বেশ সফলতার দেখাও পেয়েছেন। রাজিব রাজিবুল হাসান সব ধরনের গান লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। লিখেছেন ইসলামি গান, শ্যামাসঙ্গীত, কীর্তন, ভক্তিগীতি, কাব্যগীতিসহ ফোক ঘরনার গান। 

এবার পূজা’ ২৩ এ রিলিজ হয়েছে তাঁর লেখা তিনটি আগমনী গান ও একটি কীর্তন। গানগুলো ইতিমধ্যে শ্রোতা মহলে ব্যাপক সাড়া ফেলেছে। তাঁর ব্যক্তিগত YouTube ‘Rajib Rajibul Hasan’ থেকে রিলিজ হয়েছে গানগুলো। “আলোর বেণু বাজিয়ে এসো” শিরনামে আগমনী গানটিতে সুর ও কন্ঠ দিয়েছেন বাংলাদেশ বেতারের সংগীত পরিচালক ও সংগীতশিল্পী শিমু দে, সঙ্গীত আয়োজন করেছেন বিনোদ রায়। 

আরো পড়ুন : বুবলীকে আমি ঘৃণা করি: অপু বিশ্বাস

নজরুল সঙ্গীতশিল্পী ও ছায়ানটের শিক্ষক বিজন মিস্ত্রীর কণ্ঠে রিলিজ হয়েছে কীর্তন “আমি বসিয়া বিজনে” গানটিতে সুর সংযোজন করেছেন কোলকাতা থেকে সুরকার ও সঙ্গীতশিল্পী কমল কৃষ্ণ। “আগমনী সুর” শিরনামে গানটিতে সুর সংযোজন করেছেন কমল কৃষ্ণ ও কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী ত্রিবেণী পান্না। অপর গানটি “বছর ঘুরে শারদ আসে” সুর ও কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী রতন সাহা। 

এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ছায়ানটের শিক্ষক ও সঙ্গীতশিল্পী মাহমুদুল হাসানের কণ্ঠে “কাব্যগীতি” রিলিজ হতে চলেছে নভেম্বরের প্রথম সপ্তাহে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সঙ্গীতশিল্পী ড. প্রিয়াংকা গোপ, সঙ্গীতশিল্পী বিজয়া সেনগুপ্তা ও শিশুশিল্পী মনিকুন্তলা মমর কণ্ঠে কালীপূজায় আসছে আরও তিনটি শ্যামাসঙ্গীত। গানগুলোতে সুর সংযোজন করেছেন সুরকার ও সঙ্গীতশিল্পী সোনালী রায় (কানাডা), কমল কৃষ্ণ (কোলকাতা) ও রাজিব রাজিবুল হাসান।

এস/ আই. কে. জে/ 


রাজিব রাজিবুল হাসান পুজোর গান

খবরটি শেয়ার করুন