সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় কনসার্টে এসে যে স্বপ্নের কথা জানালেন অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

অঞ্জন দত্ত একজন ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক। তিনি সঙ্গীতের জন্যে বেশি পরিচিত৷ তার বিখ্যাত গানগুলির মধ্যে “বেলা বোস”, “রঞ্জনা আমি আর আসবো না” অন্যতম।

‘এটি একটি মিউজিক্যাল ওয়েব সিরিজ। মজার, আনন্দের, বন্ধুত্বের ও ভালোবাসার গল্প। প্রতিনিয়ত মারামারি, ঝগড়া-ঝাঁটি, খুনোখুনি, ডার্ক দেখতে দেখতে এই ৭১ বছর বয়সে আমার মনে হয়েছে গানের মিষ্টি আনন্দের গল্প তৈরি করা প্রয়োজন, যেটা দেখে মনটা ভরে যাবে।

এখানে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা থাকবেন। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল।’—ঢাকায় কনসার্টে এসে এভাবেই নিজের নতুন ওয়েব সিরিজ নির্মাণ ও গল্প প্রসঙ্গে কথাগুলো বললেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত।

ঢাকার শ্রোতাদের গান শোনাতে গত ৩০ সেপ্টেম্বর ঢাকায় এসেছিলেন অঞ্জন দত্ত। কনসার্টে অঞ্জন দত্তকে সঙ্গ দেন তার দীর্ঘদিনের গানের সঙ্গী নীল দত্ত, অমিত দত্ত, প্রশান্ত ও দেবপ্রতিম।

প্রিয় শিল্পীর গানে শ্রোতারা যখন বুঁদ হয়ে আছেন, তখন হঠাৎ সবাইকে চমকে দিলেন অঞ্জন। স্টেজে গান গাওয়ার ফাঁকেই দিলেন নতুন এই ওয়েব সিরিজের ঘোষণা। যদিও সিরিজটির নাম ও অভিনয়শিল্পীদের নাম চমক হিসেবেই রেখে দিয়েছেন তিনি।

আরো পড়ুন: নচিকেতার নতুন গানে আগুন

তবে সিরিজটি আগামী ডিসেম্বরে বাংলাদেশি একটি প্লাটফর্মে মুক্তি পাবে বলে জানান অঞ্জন দত্ত। এ সময় তিনি আরও জানান, সিরিজটিতে বিশেষ চমক হিসেবে থাকবে অঞ্জনের ‘বেলা বোস’ গানের নতুন ভার্সন। যার শিরোনাম রাখা হয়েছে ‘বিদিশা আমি সরি’। কনসার্টে গানটি গেয়েও শোনান অঞ্জন দত্ত।

অঞ্জনের ভাষ্য, ‘বেলা বোস গানটা ৩০-৩১ বছর ধরে মানুষ শুনছে। অনেক প্যারোডি হয়েছে। আমার মনে হয়েছে, এ গানটাকে নতুন করে ফিরে দেখতে হবে। এ কারণে নতুন করে গানটি তৈরি করলাম।’

এসি/ আই.কে.জে/


অঞ্জন দত্ত কনসার্ট

খবরটি শেয়ার করুন