বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কমলো টিসিবির ডালের দাম, দেয়া হবে চালও

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

জুলাই মাসের সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিক্রয় কার্যক্রমে প্রতি কেজি ডালের দাম ১০ টাকা কমিয়ে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে দেশব্যাপী ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে এ মাসে যুক্ত হচ্ছে চাল।

শনিবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের ১ কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য যেমন- তেল, চিনি ও ডাল সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। চলতি জুলাই মাস থেকে এই বিক্রি কার্যক্রমে টিসিবি পণ্যের সঙ্গে খাদ্য অধিদফতরের (খাদ্য মন্ত্রণালয়) দেয়া চাল যুক্ত হচ্ছে।

এ মাসের পণ্য বিক্রয় কার্যক্রম ঢাকাসহ সারাদেশে রোববার (১৬ জুলাই) থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

এ বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে বলেও জানানো হয়।

জুলাই মাসের বিক্রি কার্যক্রমে সর্বোচ্চ ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা। চলতি মাসের বিক্রি কার্যক্রম প্রথমবারের মতো চাল যুক্ত হচ্ছে। আগে শুরু তেল, চিনি ও ডাল সাশ্রয়ীমূল্যে বিক্রি করতো সংস্থাটি। এক্ষেত্রে প্রতি কেজি চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

একইসঙ্গে প্রতিকেজি ডাল আগে ৭০ টাকা দরে বিক্রি করা হতো। জুলাই মাসের বিক্রি কার্যক্রমে এর দাম ১০ টাকা কমিয়ে ৬০ টাকা করা হয়েছে। এছাড়া চিনি ও সয়াবিন তেল আগের দামেই বিক্রি হবে। প্রতি কেজি চিনির দাম পড়বে ৭০ টাকা ও সয়াবিন তেলের দাম পড়বে লিটারে ১০০ টাকা।

এদিকে আলাদা বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, রোববার (১৬ জুলাই) দুপুর ১২টায় উত্তরার ৮ নম্বর সেক্টরের টিসিবি আবাসিক এলাকায় (আব্দুল্লাপুর পলওয়েল কনভেনশেন শপিং সেন্টারের পেছনে) খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি টিসিবির বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন।

আরো পড়ুন:১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

এর আগে ২৫ জুন সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বোরো সংগ্রহ অভিযান ২০২৩ এর অগ্রগতি, কার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ ও সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছিলেন, ১ কোটি পরিবার টিসিবির পণ্য পাচ্ছেন। এবার তাদের ৩০ টাকা দরে ৫ কেজি করে চালও দেয়া হবে। জুলাই থেকে এ চাল দেয়া হবে। তারা যখন টিসিবির পণ্য নেবেন, তখন এ চালও দেয়া হবে।

এম/


টিসিবি ডাল দাম

খবরটি শেয়ার করুন