বুধবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা আজ *** সাগরে আবারও লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি *** সংস্কার পরিকল্পনায় মন্ত্রিপরিষদে ১৩ প্রস্তাব ইসির *** বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি : ধারা অনুযায়ী যা যা করতে পারবে সেনাবাহিনী *** বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলো সেনাবাহিনী *** অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : তারেক রহমান *** ৪৩তম বিসিএস : স্বাস্থ্য পরীক্ষা ও গোয়েন্দা প্রতিবেদনের পরই নিয়োগ *** নিহত পরিবারকে ক্ষতিপূরণ, আশুলিয়ায় শনিবার থেকে বন্ধ কারখানা চালু *** ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ১৫২ মামলা, জরিমানা ৭ লাখ টাকা *** সাবেক রেলমন্ত্রীকে রিমান্ডে পাঠানোর পর আদেশ স্থগিত

কাল থেকে লাগাতার চলবে মাঠের খেলা : মমতাজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

কানাডার মন্ট্রিয়াল ও টরোন্টোতে ফোবানা সম্মেলনে কনসার্ট শেষে দেশে ফিরেই ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাঠের খেলা শুরু করার ঘোষণা দিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম।

রবিবার দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন মমতাজ বেগম।

মমতাজ লেখেন, কানাডার মন্ট্রিয়াল, টরোন্টোয় আয়োজিত ৩৭তম ফোবানা সম্মেলনে কনসার্টে অংশ নিয়ে দেশে এসেই আবার ভারত গিয়ে সবকিছু আল্লাহর রহমতে চমৎকারভাবে শেষ করে এই বছরের মতো উড়াউড়ি শেষ করলাম।

আমার কনসার্ট এবং ব্যক্তিগত কাজে যারা পাশে থেকে সহযোগিতা করেছেন এবং যারা দুরে থেকেও আমার জন্য দোয়া করেন তাদের সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ।আমার প্রাণের নেতাকর্মী ও প্রিয় এলাকাবাসী আগের মত সবাই রেডি হয়ে যান। আগামি কাল থেকে লাগাতার চলবে মাঠের খেলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা।

ভক্ত-সমর্থক ও নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতেই মমতাজ বেগম ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছেন বলে জানা গেছে। তার স্ট্যাটাসকে ঘিরে দোয়া ও শুভকামনা জানিয়ে উউচ্ছ্বাস প্রকাশ করেন নেটিজেনরা। তবে কমেন্টে কেউ কেউ নেতিবাচক মন্তব্যও করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর আদালতে মমতাজ বেগমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে কেন্দ্র করে নানা অভিযোগ তুলেছিলেন জেলা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। তবে গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভারতের ওই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তিনি।

আরো পড়ুন: জয়ার চরিত্র নিয়ে রহস্য বাড়ছে

এদিকে, স্থানীয় একাধিক নেতার দলীয় মনোনয়ন চাওয়া নিয়ে বেশ বিপাকে রয়েছেন মমতাজ। আওয়ামী লীগের এই সংসদ সদস্য কোনো কর্মসূচি দিলে সেখানে দলীয় নেতাকর্মীর উপস্থিতি খুবই কম হচ্ছে বলে গুঞ্জন রয়েছে।

বিষয়টি নিয়ে বিপাকে থাকলেও আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে নানা কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন মমতাজ বেগম। একই সাথে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে কনসার্টে অংশগ্রহণ করছেন জনপ্রিয় এই কন্ঠশিল্পী।

এসি/ আই.কে.জে

মমতাজ

খবরটি শেয়ার করুন