সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিমিয়ার আকাশে মার্কিন ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩

#

মার্কিন রিপার ড্রোন। ফাইল ছবি

রুশ বিমান বাহিনী দুটি মিগ-৩১ যুদ্ধবিমান পাঠিয়ে ক্রিমিয়ার আকাশে রিপার এবং গ্লোবাল হক নামে দুটি মার্কিন ড্রোনকে প্রতিহত করেছে।  

সোমবার (২৮ আগস্ট) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। 

মস্কো জানায়, “রাশিয়ার সীমান্তসংলগ্ন ক্রিমিয়ার আকাশে গতকাল দুটি মার্কিন ড্রোন শনাক্ত করা হয়। এরপর ড্রোন দুটিকে প্রতিহত করতে দ্রুত দুটি যুদ্ধবিমান পাঠানো হয়। ড্রোন দুটির মধ্যে একটি রিপার এবং অন্যটি গ্লোবাল হক।”

মস্কোর পক্ষ থেকে আরও বলা হয়, “রাশিয়ার যুদ্ধবিমানের উপস্থিতি বুঝতে পেরে মার্কিন ড্রোন দুটি গতিপথ বদলে ফেলে। পরে ওই এলাকা ছেড়ে চলে যায়।”

ইউক্রেনের বিরুদ্ধে ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। সেই থেকে ক্রিমিয়া অঞ্চলটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

এম.এস.এইচ/ 

যুক্তরাষ্ট্র রাশিয়া ড্রোন

খবরটি শেয়ার করুন