শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষমা চাইলেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়া ইউক্রেনের একজন সেনার প্রশংসা করেছিলেন কানাডার হাউস অফ কমন্সের স্পিকার। অবশ্য তিনি লড়েছিলেন নাৎসিদের হয়ে। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) তাই প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। তিনি বলেছেন, তার ভুল হয়ে গেছে, এই ঘটনার জন্য তিনি খুবই বিব্রত বোধ করছেন।

ট্রুডো বলেন, পার্লামেন্টে সকলের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। গত শুক্রবার প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউক্রেনের প্রতিনিধি দলের সামনে যা হয়েছে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।

ঐদিন হাউস অফ কমন্সের স্পিকার সাবেক নাৎসি সেনাকে 'হিরো' বলে সম্বোধন করেছিলেন। পরে মঙ্গলবার স্পিকার অ্যান্থনি রোটা পদত্যাগ করেন।  তিনি বলেছেন, যা হয়েছে, তার জন্য তিনি একাই দায়ী।

আরো পড়ুন : সংগঠিত অপরাধ, সহিংসতা ও চরমপন্থীদের আস্তানা কানাডা : জয়শঙ্কর

রোটা যার প্রশংসা করেছিলেন, তার নাম ইয়োস্লাভ হুনকা। তার বয়স ৯৮ বছর। তিনি পোল্যান্ডে জন্মগ্রহণ করা ইউক্রেনের নাগরিক ছিলেন। হিটলারের এসএস বাহিনীতে তিনি যুক্ত ছিলেন। পরে তিনি কানাডায় চলে আসেন।

এই ঘটনার পর রাশিয়া আবার জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের অন্যতম কারণ হলো, সেই দেশকে নাৎসিদের কবল থেকে মুক্ত করা। কিন্তু ইউক্রেন ও পশ্চিমা দেশগুলি তা মানতে চায় না। 

ট্রুডো বলেছেন, এই সব কথা বলে রশিয়া কখনই তাদের এই আগ্রাসনকে ঠিক বলে প্রমাণ করতে পারবে না।

সূত্র : রয়টার্স, এপি

এসকে/ 

ইউক্রেন কানাডা জাস্টিন ট্রুডো নাৎসি ক্ষমা

খবরটি শেয়ার করুন