সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

গাজা দখল করা হবে বিরাট ভুল পদক্ষেপ: ইসরায়েলকে বাইডেনের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

জো বাইডেন, ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

আকাশ, নৌ ও স্থলপথে অবরুদ্ধ গাজায় সামরিক অভিযান চালাতে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলি বাহিনী। ভূ-রাজনৈতিকদের মতে, গাজাকে পুরোপুরি দখলে নিতে পারে তারা। এমন প্রশ্নে মিত্র ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘গাজা দখল করা হবে বিরাট ভুল পদক্ষেপ।’

মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিট’- প্রোগ্রামে দেওয়া বাইডেনের সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে স্থানীয় সময় রবিবার। ইসরায়েলের সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে সঞ্চালক স্কট পেলের প্রশ্নে বাইডেন বলেন, ‘গাজায় যা ঘটছে হামাস ও গোষ্ঠীটির সামরিক উপাদানগুলো ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না।’

তবে হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে চান বলেও সাক্ষাৎকারে মন্তব্য করেন বাইডেন।

ভূমধ্যসাগর তীরবর্তী গাজায় ইসরায়েলের সর্বাত্মক অবরোধ আরোপে খাদ্য, জ্বালানি এবং সুপেয় পানি সরবরাহ বন্ধ আছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাইডেন। সেখানকার বেসামরিক ফিলিস্তিনিদের রক্ষা করার আহ্বান জানিয়ে এসব প্রয়োজনীয় জিনিসি সরবরাহে যুক্তরাষ্ট্র কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। তবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটা পথ থাকাও জরুরি।

তবে ইসরায়েল যুদ্ধের নিয়মনীতি মেনেই কাজ করছে বলেও বিশ্বাস বাইডেনের।

গত ৭ আগস্ট ইসরায়েলে হাজারো রকেট ছোড়ার পাশাপাশি সীমান্ত পেরিয়ে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১ হাজার ৪০০ ইরসায়েলি নিহত হন। প্রতিশোধ নিতে ওইদিন থেকে গাজায় বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ক্রমাগত বোমা হামলায় প্রায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে আড়াই হাজার ফিলিস্তিনি। ধ্বংসস্তূপে চাপা পড়ে নিখোঁজ হাজারো মানুষ।

সূত্র: সিএনএন, আল জাজিরা


জো বাইডেন গাজা ইসরায়েল সামরিক অভিযান সতর্কবার্তা

খবরটি শেয়ার করুন