সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঘরে তৈরি করুন আনারসের জুস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

তাজা ফলের জুস খাওয়ার স্বাদই আলাদা। এগুলো শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যকরও। আনারস একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল। এটি দিয়ে তৈরি করা যায় চমৎকার স্বাদের জুস। এই জুস শরীরের জন্য নানাভাবে উপকারও করে। তবে শুনতে যত সহজই মনে হোক, জুস তৈরির সঠিক প্রক্রিয়া জানা না থাকলে তা সুস্বাদু হবে না। চলুন তবে জেনে নেওয়া যাক আনারসের জুস তৈরির সঠিক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

আনারস- ১টি

কাঁচা মরিচ- ১টি

পুদিনাপাতা- ১/৪ কাপ

লেবুর রস- ১টি লেবুর

চিনি, বিট লবণ- স্বাদমতো

গোলমরিচ গুঁড়া- স্বাদমতো

পানি- ২ লিটার।

আরো পড়ুন: আনারসের হালুয়া তৈরি করবেন কিভাবে

যেভাবে তৈরি করবেন

ব্লেন্ডারে অল্প পানি দিয়ে আনারস, কাঁচা মরিচ ও পুদিনাপাতা মসৃণ করে ব্লেন্ড করে নিন। এবার পানিতে মিশিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে স্বাদমতো গোলমরিচ গুঁড়া, বিট লবণ ও লেবুর রস মিশিয়ে নিন। গ্লাসে ঢেলে বরফ মিশিয়ে পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

এসি/ আই.কে.জে



আনারসের জুস

খবরটি শেয়ার করুন