শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বাজেট প্রস্তাব উপস্থাপন ১ জুন

চলতি সংসদের শেষ বাজেট অধিবেশন শুরু ৩১ মে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১৫ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলতি একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হচ্ছে আগামী ৩১ মে বুধবার বিকাল ৫টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে গতকাল রবিবার এই অধিবেশন আহ্বান করেছেন। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে গত ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম অধিবেশন আহ্বান।

আসন্ন অধিবেশনটি কার্যত বাজেট অধিবেশন। এই অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)। চলতি একাদশ সংসদের এটাই শেষ বাজেট অধিবেশন। একইভাবে বর্তমান সরকারেরও এটা শেষ বাজেট। সংবিধান অনুযায়ী এবছরের ডিসেম্বরের শেষদিকে কিংবা আগামী বছরের জানুয়ারির শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

আরো পড়ুন: ১২ দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৩৫৯ কোটি টাকা

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন শুরুর পরদিন ১ জুন বৃহস্পতিবার সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব উপস্থাপন করা হবে। রেওয়াজ অনুযায়ী এবারও বৃহস্পতিবার বাজেট উপস্থাপন করা হচ্ছে। এরপর শুক্র ও শনিবার দুই দিন বিরতি দিয়ে ৪ জুন আবার অধিবেশন শুরু হবে। বাজেট প্রস্তাব উপস্থাপনের পর পুরো অধিবেশনব্যাপী প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

সাধারণত ৩০ জুন প্রস্তাবিত বাজেট সংসদে পাশ হয়ে থাকে। আর ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হয়। তবে এবার ৩০ জুন সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং জুনের শেষদিকে (সম্ভাব্য) কোরবানির ঈদ থাকায় দুই-তিন দিন আগেই প্রস্তাবিত বাজেট পাশ হতে পারে।

এম/

 

জাতীয় সংসদ অধিবেশন

খবরটি শেয়ার করুন