সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

জব্দ করা ব্যাংক হিসাব থেকে কর আদায়ের বিধান থাকছে না

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৮ অপরাহ্ন, ৫ই জুন ২০২৩

#

সংগৃহীত

ভ্যাট ফাঁকি ধরা পড়লে কিংবা অভিযোগ থাকলে অনেক সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে জব্দ হিসাব থেকে সরকারের প্রাপ্য অর্থ আদায়ের নির্দেশও দেন ভ্যাট কর্মকর্তারা।

এখন থেকে এটি আর করা যাবে না।

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করা হয়েছে।

আরো পড়ুন: কারা দেবেন দুই হাজার টাকা কর

বাজেটের প্রস্তাব অনুযায়ী, এখন কোনো ভ্যাট কর্মকর্তা কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার জন্য সংশ্লিষ্ট ব্যাংককে চিঠি দিতে পারবেন। কিন্তু ওই হিসাব থেকে সরকারের প্রাপ্য রাজস্ব কেটে রেখে তা সরকারের কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিতে পারবেন না।

ভ্যাট কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, অনেক সময় এ ধরনের ভ্যাট–সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হলে তা ভ্যাটদাতার পক্ষেও যেতে পারে। তখন অর্থ ফেরত দিতে হয়।

এসি/আইকেজে 


ব্যাংক হিসাব কর

খবরটি শেয়ার করুন