বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

জাদুঘরে প্রদর্শিত শিল্পকর্ম খেয়ে ফেললেন দর্শনার্থী!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ৩রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত।

দক্ষিণ কোরিয়ার সিউলে শিল্পকর্মের একটি কলা খেয়ে ফেলেছেন এক জাদুঘর দর্শনার্থী। খাওয়ার পর কলার ছোলাটি আবার সেই জায়গায় লাগিয়ে দেন তিনি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

অভিযুক্ত ওই দর্শনার্থী বলেন, সকালের খাবার না খেয়ে বের হওয়ায় তিনি ক্ষুধার্ত ছিলেন। এ কারণেই তিনি ডাক্ট-টেপ দিয়ে আটকে রাখা কলাটি খুলে খেয়ে ফেলেছেন। পরে তিনি কলার খোসাটি আবার সেখানে সেঁটে দেন। তিনি নিজেও শিল্পকলা নিয়ে পড়ালেখা করছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মাউরিজিও ক্যাটেলানের তৈরি করা ওই শিল্পকর্মটির নাম 'কমেডিয়ান'। শিল্পকর্মটিতে একটি পাকা কলা দেয়ালে ডাক্ট-টেপের সাহায্যে লাগানো ছিল।

এ ব্যাপারে লিওম মিউজিয়াম অফ আর্টকে বিবিসির পক্ষ থেকে ইমেইল করা হলে তারা কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে, তারা ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করবে না বলে গণমাধ্যমকে জানিয়েছে।

আরো পড়ুন: কোলে তুলে দোল খাওয়ানোর চাকরিতে বেতন ২৬ লাখ টাকা

শিল্পকর্মটিতে প্রদর্শিত কলা প্রতি দুই বা তিন দিন পরপর প্রতিস্থাপন করা হয় বলে জানা গেছে।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, নোহ দেয়াল থেকে কলা তুলে নেওয়ার সময় ‘এক্সকিউজ মি’ চিৎকার শোনা যায়। তবে তিনি তাতে সাড়া না দিয়ে খেতে শুরু করেন এবং সাথে সাথে রুমটি সম্পূর্ণ নীরব হয়ে যায়।

তারপরে তিনি খোসাটি দেওয়ালে টেপ দিয়ে লাগিয়ে দেন এবং মুহূর্তের জন্য পোজ দিয়ে হাঁটা শুরু করেন।

এমএইচডি/ আই. কে. জে/

বিশ্ব সংবাদ ভিন্নচোখে আন্তর্জাতিক জাদুঘর শিল্পকর্ম দর্শনার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন