শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

টিআরপি নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় ২৫শে জানুয়ারি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সম্প্রতি করের আওতা বৃদ্ধিতে আয়কর রিটার্ন প্রস্তুতকারী (টিআরপি) নিয়োগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। আইন ও বিধিমালায় এ বিষয়ে ধারণা দেওয়ার পর নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনবিআর। আবেদন করা যাবে আগামী ২৫শে জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রার্থীদের ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে এবং কোনো মৌখিক পরীক্ষা রাখা হয়নি। পরীক্ষার বিষয়য়ে সংশ্লিষ্ট নিয়োগ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় রাজস্ব বোর্ড

পদের নাম: আয়কর রিটার্ন প্রস্তুতকারী (টিআরপি)

পদের সংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

অন্যান্য যোগ্যতা: করদাতার আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিলের বিষয়ে ধারণা, কম্পিউটার এবং আইসিটি বিষয়ে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। 

আবেদন ফি: টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। 

টিআরপির প্রণোদনার হার: এ ধরনের কার্যক্রমে প্রণোদনা হিসেবে রিটার্ন প্রস্তুতকারীকে অর্থ দেবে এনবিআর। যে করদাতা যত টাকা কর দেবেন, এর একটি অংশ পাবেন ওই রিটার্ন প্রস্তুতকারী। এনবিআরের খসড়া নীতিমালা অনুযায়ী, প্রথম তিন বছর ন্যূনতম করের ওপর ১০ শতাংশ, পরবর্তী ১৫ হাজার টাকা পর্যন্ত করের ওপর ২ শতাংশ, পরবর্তী ৫০ হাজার টাকার ১ শতাংশ এবং অবশিষ্ট করের ওপর দশমিক ৫ শতাংশ অর্থ দেওয়া হবে। এছাড়া চতুর্থ ও পঞ্চম বছরের জন্য ন্যূনতম করের ওপর ৫ শতাংশ, পরবর্তী ১৫ হাজার টাকা পর্যন্ত করের ওপর ১ শতাংশ, পরবর্তী ৫০ হাজার টাকার দশমিক ৫ শতাংশ এবং অবশিষ্ট করের ওপর দশমিক ২৫ শতাংশ অর্থ দেওয়া হবে।

কোনো করদাতাকে পাঁচ বছর এভাবে রিটার্ন জমায় সহায়তা করার পর ষষ্ঠ বছর থেকে আর প্রণোদনা পাবেন না ওই ব্যক্তি বা এজেন্ট। অন্যদিকে সহায়তাকারী প্রতিষ্ঠান রিটার্ন প্রস্তুতকারীর প্রাপ্য প্রণোদনার ১০ শতাংশ সেবা মাশুল হিসেবে নিতে পারবে।

এছাড়া প্রথম বছরের আয়কর রিটার্ন দাখিলের পর টিআরপি পরিবর্তন করে নতুন টিআরপির মাধ্যমে পরবর্তী করবর্ষের (দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা পঞ্চম) রিটার্ন দাখিল করলে পরিবর্তিত আয়কর রিটার্ন প্রস্তুতকারী, ক্ষেত্রমতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা পঞ্চম করবর্ষের জন্য নির্ধারিত হারে প্রণোদনা পাবে। 

টিআরপি রিটার্ন দাখিলের পরিপ্রেক্ষিতে প্রাপ্য প্রণোদনার অর্থ প্রাপ্তির জন্য সহায়তাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে রাজস্ব বোর্ডের কাছে আবেদন করবেন। টিআরপির প্রাপ্য প্রণোদনা ও নির্ধারিত সার্ভিস চার্জ প্রদর্শন করে সহায়তাকারী প্রতিষ্ঠান বোর্ডের কাছে বিল দাখিল করলে বোর্ড পরীক্ষা-নিরীক্ষা করে বিল অনুমোদন করবে এবং পৃথকভাবে টিআরপির প্রাপ্য প্রণোদনা ও সহায়তাকারী প্রতিষ্ঠানের সার্ভিস চার্জ পরিশোধ করবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৫শে জানুয়ারি ২০২৪

এসি/ আই.কে.জে/

আরো পড়ুন: আবুল খায়ের গ্রুপে সাইট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ

টিআরপি নিয়োগ

খবরটি শেয়ার করুন