সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ডিওডোরেন্ট ব্যবহারে যে ভুলগুলো করা যাবে না

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শরীরে ঘামের দুর্গন্ধ নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই। তাই এর থেকে নিজেকে বাঁচাতে ডিওডোরেন্ট ব্যবহার করেন না এমন মানুষ খোঁজে পাওয়া খুবই কঠিন। তবে বিশেষ এই সুগন্ধি ব্যবহারেরও রয়েছে কিছু নিয়ম। যা জানেন না অনেকেই। তাই ব্যবহারেও মেলে না সুফল। চলুন জেনে নিই সেই নিয়মগুলো-

১) ঘর্মাক্ত শরীরে সুগন্ধি ব্যবহার করা মানে উলুবনে মুক্তো ছড়ানো। যত বেশি সুগন্ধি মাখুন না কেন, সতেজতা আসে না। সুগন্ধি সব সময় পরিষ্কার ত্বকে লাগানোই শ্রেয়। তবে যদি আগে থেকেই কোনো ক্রিম কিংবা ময়েশ্চারাইজার মেখে থাকেন, তা হলে গন্ধ দীর্ঘস্থায়ী হবে না।

আরো পড়ুন : সারাক্ষণ লাগে শীত? জেনে নিন কারণ

২) বাজারে চলতি সুগন্ধি কেনার আগে ত্বকের ধরন, ত্বকের বিভিন্ন সমস্যার কথা মাথায় রাখা জরুরি। স্প্রে সুগন্ধিতে অ্যালকোহলের পরিমাণ অনেক বেশি। ফলে স্পর্শকাতর ত্বকের জন্য তা অস্বস্তির কারণ হতে পারে। সে ক্ষেত্রে যে ডিওডোরেন্ট অ্যালকোহলের পরিমাণ কম, সেগুলো কেনাই ভালো।

৩) সকালের দিকে সুগন্ধি কম ব্যবহার করার কথা বলেন অনেকেই। কারণ, তাতে ত্বকের সমস্যা হতে পারে। সন্ধ্যায় স্বেদ-গ্রন্থিগুলো কম সক্রিয় থাকে এবং আর্দ্রতাও কম থাকে। ফলে সুগন্ধি মাখলেও ত্বকে কোনও সমস্যা হওয়ার ঝুঁকি থাকে না।

এস/ আই.কে.জে/

টিপস ডিওডোরেন্ট

খবরটি শেয়ার করুন