শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্ঘলবার (১৭ অক্টোবর) মুখোমুখি দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস। কিন্তু বৃষ্টির কারণে যথাসময়ে টস অনুষ্ঠিত হয়নি। শেষ পর্যন্ত একঘণ্টা বিলম্বে টস হয়।

একঘণ্টা বিলম্বে টস করতে নেমে জয় পেলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। টস জিতেই তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। ব্যাট করার আমন্ত্রণ জানালেন নেদারল্যান্ডসকে।

বাংলাদেশ সময় বিকাল ৩টা ৫ মিনিটে টস অনুষ্ঠিত হলেও খেলা শুরু করা যাবে কখন সে ব্যাপারে নিশ্চয়তা নেই। কারণ, বিকাল ৩টা ২০ মিনিট নাগাদ আবারও বৃষ্টি নামে ধর্মশালাজুড়ে। যার ফলে উইকেট কাভারে ঢেকে দেয়া হয়। বৃষ্টির কারণে আদৌ খেলা অনুষ্ঠিত হবে কি না সন্দেহ।

বৃষ্টিবিঘ্নিত দিন হওয়ার কারণে রান তাড়া করা সহজ হবে। এ কারণেই বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন বাভুমা। অন্যদিকে নেদারল্যান্ডসও চেয়েছে প্রথমে বোলিং করার জন্য।

একটি করে পরিবর্তন দুই দলেই। তাবরিজ শামসির পরিবর্তে একাদশে আনা হয়েছে জেরার্ল্ড কোয়েৎজেকে। অন্যদিকে নেদারল্যান্ডস দলে রায়ান ক্লেইনের পরিবর্তে আনা হয়েছে লোগান ফন বিককে।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশাভ মাহরাজ, জেরার্ল্ড কোয়েৎজে এবং লুঙ্গি এনগিদি।

নেদারল্যান্ডস একাদশ

ভিক্রামজিৎ সিং, ম্যাক্স ও’দাউদ, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডি, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাইবরান্ড এঙ্গেলব্রেখট, রোয়েলফ ফন ডার মারউই, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন।

এসকে/ 


ক্রিকেট বিশ্বকাপ নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকা ব্যাটিং

খবরটি শেয়ার করুন