শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দুদকের মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪৬ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে দুদকের দায়ের করা মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে (৫৩) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৯ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে জাকির হোসেন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংশ্লিষ্ট মামলায় আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মো. জাকির হোসেন বাগেরহাট জেলা সদরের বাসাবাড়ী গ্রামের বাহুরুল হকের ছেলে।  ২০২২ সালের ১৪ মার্চ দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া দুর্নীতির অভিযোগে আসামি জাকির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এম.এস.এইচ/ 

দুদক আদালত

খবরটি শেয়ার করুন