শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন পেছানোর আর কোনো সুযোগ নেই: ইসি আলমগীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগে সুযোগ ছিল, এখন আর নির্বাচন পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

নেত্রকোনায় সোমবার (৪ঠা ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিদেশিরা আমাদের বন্ধু। তাদের সঙ্গে আমাদের নানা রকম অর্থনৈতিক এবং আঞ্চলিক সর্ম্পক রয়েছে। তবে বিদেশিদের সব পরার্মশ আমরা নিই না। যে পরামর্শ আমাদের জন্য ভালো, তা আমরা বিবেচনা করতে পারি। তাদের দাবি অনুযায়ী আমরা সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন করতে চাই। আমরা সবার কাছে বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউএনও এবং ওসিদের কাছাকাছি স্থানে বদলির পরামর্শ দেওয়া হয়েছে। যাতে দ্রুত তারা স্থানান্তর হতে পারেন। গণমাধ্যম কর্মীরা কেন্দ্রের ভেতর সর্বচ্চো ১০ মিনিট অবস্থান করতে পারবেন। কক্ষের বাইরে থেকে লাইভ সম্প্রচার করা যাবে। সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা নেই।

তিনি বলেন, কেন্দ্রে যাতে প্রত্যেক প্রার্থীর এজেন্ট থাকে সেজন্য বলা হয়েছে। ভোটগ্রহণ শেষে স্ব স্ব কেন্দ্রে সবার সামনে ফলাফল ঘোষণা করতে বলা হয়েছে।

আরো পড়ুন: শেষ হলো মনোনয়নপত্র বাছাই, আপিল শুরু মঙ্গলবার

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনাবাহিনী নিয়োগের এখনো সিদ্ধান্ত হয়নি। অতীতে জাতীয় নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে। এবারও সেনাবাহিনী নিয়োগের সম্ভবনা রয়েছে।

এর আগে বিকেল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোনা জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শাহেদ পারভেজের সভাপতিত্বে মতবিনিময় সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলে মতামত দেন।

এসকে/  

ইসি আলমগীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন (ইসি)

খবরটি শেয়ার করুন