ছবি: সংগৃহীত
নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ এনে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী।
বুধবার (৩০ আগস্ট) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গ্যাবনের সেনা কর্মকর্তারা দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ‘গ্যাবন ২৪ টেলিভিশন’এ বলেছেন, “গত শনিবার যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি স্বচ্ছ হয়নি। এ কারণে ক্ষমতা দখল করেছে তারা। তারা দেশের সকল নিরাপত্তা বাহিনীর প্রতিনিধি হিসেবে অভ্যুত্থান ঘটিয়েছেন।”
তারা আরো বলেছেন, “দেশটিতে সম্প্রতি হওয়া নির্বাচন ও দেশটির সংবিধান বাতিল করা হয়েছে এবং দেশের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।”
এসময় তারা আরো বলেছেন, “গ্যাবনের সাধারণ মানুষের পক্ষ হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি বর্তমান সরকারকে বিলুপ্ত করে দেশের শান্তি বজায় রাখব।”
গত শনিবার গ্যাবনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট আলী বোঙ্গো ওনদিম্বা। তবে এ নির্বাচনে দেশটির বিরোধীদলগুলো ব্যাপক কারচুপির অভিযোগ আনে। নির্বাচনের পরে দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন জায়গায় কারফিউ জারি করা হয়েছিল। এছাড়া নির্বাচনের সময় ফ্রান্সের বিভিন্ন সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করা হয়েছিল।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন