শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারিয়ে জয়ের মুখ দেখল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেয়েছে ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারিয়ে চলতি আসরে প্রথম জয় তুলে নিয়েছে লঙ্কানরা। ডাচদের দেয়া ২৬৩ রানের টার্গেট ভাঙতে শ্রীলঙ্কা খেলেছে ৪৯ ওভার পর্যন্ত। 

এরআগে শনিবার (২১ অক্টোবর) বিশ্বকাপের ১৯তম ম্যাচে লখনৌর অটল বিহারি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শ্রীলংকার বিপক্ষে মাঠে নামে নেদারল্যান্ডস। 

লঙ্কান বোলারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়েও সেই চাপ সামলে প্রতিপক্ষ দলকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় ডাচরা। ৪৯.৪ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৬২ রান সংগ্রহ করে ডাচরা। এতে প্রথম জয়ের খোঁজে থাকা লংকানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৩ রান।

২৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই কুশল পেরেরাকে হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন ওপেনার পাথুম নিসাংকা ও কুসন মেন্ডিস। দশম ওভারে লঙ্কান অধিনায়ক ফিরে গেলেও এক প্রান্তে দাঁড়িয়ে থেকে নিজের অর্ধশতক তুলে নেন নিসাংকা। দলীয় ১০৪ রান তিন উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে পড়লেও মিডেল ওভারে দলকে টেনে তুলেন সাদিরা সামারাবিক্রমা।

এই মিডেল অর্ডার ব্যাটারের ব্যাটে জয়ের পথে থাকে শ্রীলঙ্কা। চতুর্থ উইকেট জুটিতে চারিথ আসালঙ্কাকে সঙ্গে নিয়ে দলের জয়ের ভীত গড়েন সাদিরা। তাদের ৭৭ রানের জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় লঙ্কানরা। শেষ দিকে ডি সিলভাকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন সামারাবিক্রমা। এই ডানহাতি ব্যাটারের ৯১ রানের ইনিংসে ৪৯তম ওভারে ৫ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা ভালো করতে পারেননি দুই ডাচ ওপেনার। ইনিংসের চতুর্থ ওভারেই কাসুন রাজিথার বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে সাজঘরে ফিরেন বিক্রমজিত সিং। এরপর পাওয়ার প্লে শেষ ওভারে আরেক ওপেনার ম্যাক্স ওদাউদকেও ফেরান রাজিথা। ৪৮ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস।

আরো পড়ুন: লঙ্কানদের ২৬৩ রানের টার্গেট দিল ডাচরা

এদিকে ৪৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া নেদারল্যান্ডস দলীয় রান ৯১ হতেই আজ হারায় আরও চার উইকেট। রাজিথা-দিলশান মাদুশাঙ্কার বোলিং তোপে একে একে সাজঘরে ফিরেন কলিন একারমম্যান-বাস ডি লিডিরা।

তবে ৯১ রানে ৬ উইকেট হারানোর পরও আজ ডাচরা ম্যাচে ফিরেছে এঙ্গেলব্রেখট-ভ্যান বিক জুটির কারণে। সপ্তম উইকেটে এ দুজন মিলে দলীয় সংগ্রহে যোগ করেছেন ১৩০ রান। লঙ্কান বোলারদের দেখেশুনে খেলে দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। এরপর ইনিংসের দুই বল বাকি থাকতেই ডাচরা অল আউট হলেও পায় ২৬২ রানের এক লড়াকু পুঁজি। লঙ্কানদের হয়ে আজ সর্বোচ্চ ৪টি করে উইকেট পান রাজিথা এবং মাদুশাঙ্কা।

এসকে/ 



শ্রীলঙ্কা বিশ্বকাপ জয় নেদারল্যান্ডস হার

খবরটি শেয়ার করুন