বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

পদ্মা সেতুতে মোটরসাইকেল, চার দিনে ১ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২১ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

পদ্মা সেতুতে আইন ভঙ্গের অপরাধে চার দিনে ৪৪ মোটরসাইকেল চালককে এক লাখ ৩৪ হাজার টাকার জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। 

সোমবার (২৪ এপ্রিল) পদ্মা সেতুতে নির্ধারিত লেন ক্রস করে মূল লেনে চলে আসার অপরাধে ছয় মোটরসাইকেল চালককে তিন হাজার টাকা করে ১৮ হাজার টাকা জমিরানা করে ট্রাফিক পুলিশ। 

রোববার (২৩ এপ্রিল) পদ্মা সেতু পার হওয়ার সময় সরকারি নির্দেশনা অমান্য করে লেন পরিবর্তনসহ নানা অনিয়মে ২৬ মোটরসাইকেল চালককে ৮০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক হ্যান্ড মেশিনে মামলার স্লিপ দেওয়া হয়। ২২ মোটসাইকেল চালককে তিন হাজার টাকা করে এবং একজনকে ড্রাইভিং লাইসেন্স না থাকার পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উল্টোপথে টোল না দিয়ে মাওয়া প্রান্ত দিয়ে আরও তিন মোটরসাইকেল চালকক পদ্মা সেতুতে উঠে যায়। ওই তিন জনকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।  

ঈদের দ্বিতীয় দিনও পদ্মা সেতুতে মোটরসাইকেলের ভিড় ছিল।  এই দিন নিয়ম ভঙ্গ করে সার্ভিস লেন অতিক্রম করায় তিন হাজার টাকা জরিমানা গুণতে অনেকেই। পরে তারা ভুল স্বীকার করেন। 

এছাড়া ঈদের আগের দিন ৯ মোটরসাইকেল চালককে ২৭ হাজার টাকা এবং ঈদের দিন তিন মোটরসাইকেল চালককে ৯ হাজার টাকা সর্বমোট ৪৪ বাইকারকে এক লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। 

মুন্সীগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর(প্রশাসন)বজলুর রহমান বলেন, সার্ভিস লেন থেকে মোটরসাইকেল চালক মূল লেনে উঠে আসলেই দুর্ঘটনার আশঙ্কা থাকে, তাই সজাগ আইনশৃঙ্খলা বাহিনী। তাই লেন ক্রস করায় মামলা করা হচ্ছে। ভবিষ্যতে আরও বেশি অর্থ জরিমানা করা নিয়েও কর্তৃপক্ষ ভাবছে বলে জানান তিনি। 

পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আল মামুন বলেছেন, শৃঙ্খলার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। সবাইকে নিয়ম মেনেই চলতে হবে। অন্যথায় শাস্তির আওতায় আনা হবে। 

তিনি বলেন, পুলিশ তৎপর রয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

এবার মোটারসাইকেল চালু হওয়ার ২০ এপ্রিল (বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে সোমবার (২৪ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত ৪৩ হাজার ৫৬৬টি মোটরসাইলে পরাপার হয়েছে পদ্মা সেতু দিয়ে। এতে রাজস্ব আয় হয়েছে ৪৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা। 

এম/

আরো পড়ুন:

বাড়তে পারে তাপমাত্রা
 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন