বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে বিএনপি-এম দলের ডাকা ধর্মঘটে জনজীবন বিপর্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৪ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খুজদার জেলার ওয়াধ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিরোধী দল বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি-মেঙ্গল) আহ্বানে প্রদেশ জুড়ে ধর্মঘটের কারণে সোমবার বেলুচিস্তান দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তাছাড়া বিপুল সংখ্যক সশস্ত্র লোকের উপস্থিতির কারণে গত এক সপ্তাহ ধরে ওয়াধের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ।

কোয়েটায়, মীর নাসির আহমেদ শাহওয়ানি, মীর আখতার হুসেন ল্যাঙ্গোভ এবং আহমেদ নওয়াজ বালোচের নেতৃত্বে, কর্মীরা কোয়েটা-করাচি এবং কোয়েটা-তাফতান মহাসড়ক অবরোধ করে।

লাক পাসের কাছের মহাসড়কে ব্যারিকেড এবং বোল্ডার স্থাপন করে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ধর্মঘট শেষ না হওয়া পর্যন্ত কোনো যাত্রীবাহী কোচ ঐ রাস্তা দিয়ে যেতে পারেনি।

এতে তীব্র গরমে যাত্রীরা পানীয় জল ও খাবারের অভাবে ভোগান্তির শিকার হন।

খুজদার, মাস্তুং, কালাত, সুরাব, লাসবেলা ও হাব এলাকায় বিএনপি-এম নেতা-কর্মীরা কোয়েটা-করাচি মহাসড়ক অবরোধ করে।

চাগাই, নোশকি, বারখান, গোয়াদর, তুরবত, পঞ্জগুর, ডেরা মুরাদ জামালি, ডেরা আল্লাহয়ার, বোলান, সিবি, লোরালাই এবং বেলুচিস্তানের অন্যান্য শহরেও ধর্মঘট পালিত হয়েছে।

করাচি এবং অন্যান্য এলাকার সাথে গোয়াদরের সংযোগকারী মহাসড়কও বিভিন্ন পয়েন্টে অবরুদ্ধ করা হয়। ধর্মঘটের সময় তুরবত-পঞ্জগুর এবং ডেরা মুরাদ জামালি-সুক্কুর মহাসড়কও কয়েক ঘণ্টা বন্ধ ছিল।

অবশেষে খুজদারে, সহকারী কমিশনার আলী দুররানী এবং অন্যান্য কর্মকর্তারা বিএনপি-এম এর স্থানীয় নেতাদের সাথে আলোচনা করেন এবং তাদের আশ্বস্ত করেন যে ওয়াধের অনাচারের সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।

দলের নেতারা, পুলিশের সাথে একটি চুক্তির পর, ধর্মঘট শেষ হওয়ার আগেই যাত্রীদের অসুবিধার পরিপ্রেক্ষিতে খুজদার, ওয়াধ, উথাল এবং হাবের কোয়েটা-করাচি মহাসড়কটি খুলে দেয়।

আরো পড়ুন: চীনে পারিবারিক সহিংসতার ঘটনা বৃদ্ধি, জনমনে উদ্বেগ

বিএনপি-এম মহাসচিব ওয়াজা জাহানজেব বালুচ ঘোষণা করেছেন যে ৮ জুলাই সারা প্রদেশে হরতাল পালিত হবে।

বেলুচিস্তান সরকার যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় ধর্মঘটের সময় আইন প্রয়োগকারী কর্মীদের একটি ভারী দল মোতায়েন করলেও প্রদেশের কোনো এলাকা থেকে এমন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

এম এইচ ডি/ আইকেজে 

পাকিস্তান বিএনপি-এম দল ধর্মঘট বিপর্যস্ত জনজীবন

খবরটি শেয়ার করুন