শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ইরানের তলব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৯ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের বিভিন্ন জঙ্গি আস্তানায় বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) সকালে হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার (১৭ই জানুয়ারি) পাকিস্তানের ভূখণ্ডে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর—এর জবাব দিতে পাক বাহিনীও পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

পাকিস্তান বাহিনীর হামলার পর তেহরানে নিযুক্ত পাকিস্তানের সর্বোচ্চ দূত চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরান সরকার। ইরান জানিয়েছে, পাকিস্তানের এ হামলায় তাদের ৯ নাগরিক নিহত হয়েছেন।

বুধবার হঠাৎ করেই পাকিস্তানের অভ্যন্তরে হামলা করে বসে ইরান। যদিও তারা দাবি করেছে, এটি পাকিস্তানের ওপর কোনো হামলা নয়—  তারা মূলত একটি সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আরো পড়ুন: সারাবিশ্বে কমেছে ধূমপায়ীর সংখ্যা, বলছে ডব্লিউএইচও

অপরদিকে পাকিস্তান জানিয়েছে, তারা বিচ্ছিন্নতাবাদী বালুচ লিবারেশন ফ্রন্টকে (বিএলএফ) লক্ষ্য করে ড্রোনসহ অন্যান্য অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। ইসলামাবাদের দাবি, বিচ্ছিন্নতাবাদী এসব গোষ্ঠীকে নিজেদের সীমান্তের ভেতর আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে ইরান। তবে ইরানে পাল্টা হামলা চালানোর পর এখন সংবেদনশীলতা পালনের আহ্বান জানিয়েছে পাকিস্তান। তারা বলেছে, বিষয়টি এখানেই যেন শেষ হয়ে যাক। তবে পাকিস্তান সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে, যদি এ হামলার জবাবে আরো হামলা হয় তাহলে তারাও পাল্টা হামলা চালাবে।

পাকিস্তান ও ইরানের মধ্যে হঠাৎ করে শুরু হওয়া এ উত্তেজনা নিরসনে কাজ করছে চীন, তুরস্কসহ অন্যান্য দেশগুলো। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তিনি দুই দেশের সঙ্গেই কথা বলেছেন এবং দুই দেশই জানিয়েছে তারা আর নতুন উত্তেজনা চায় না।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এইচআ/ আই.কে.জে

হামলা ইরান-পাকিস্তান জঙ্গি আস্তানা

খবরটি শেয়ার করুন