সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পূজায় রাজিব রাজিবুল হাসানের লেখা সাত গান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৩

#

ছবি-সুখবর

রাজিব রাজিবুল হাসান মূলত কর্পোরেট জগতের মানুষ হলেও ছোট বেলা থেকেই শিল্প সংস্কৃতির বিভিন্ন শাখায় বিচরণ করেন আপন মনে। তারই ধারাবাহিকতায় তিনি এবার দূর্গাপূজায় লিখেছেন বেশ কিছু ধর্মীয় গান যা শ্রোতার মন ছুঁয়ে গেছে । 

রাজিব রাজিবুল হাসান বর্তমানে দেশের একটি সুনামধন্য তৈরি পোষাক কারখানায় কর্মরত আছেন। পাশাপাশি রোবাইদা বিনতে ইসলাম দীনার পরিকল্পনায় “আবর্তন” অনলাইন পেইজের পরিচালনা ও সঞ্চালনা করছেন। তিনি একজন নজরুল অনুরাগী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষনার কাজও সফল ভাবে করছেন তিনি।

ছোট বেলা থেকেই গান, কবিতা তথা লেখা লেখির প্রতি ছিলো প্রবল আগ্রহ। ৭ম শ্রণী থেকেই লেখা লেখির হাতেখড়ি, লিখেছেন বেশ কিছু কবিতা, গল্প এবং গান। তিনি ময়মনসিংহ থেকে ২১ শে প্রতিযোগিতার পাক্ষীক প্রথম বাংলা পুরষ্কার ২০০৮ এ ভূষিত হন।

ইতোমধ্যে তাঁর দুটি একক প্রকাশনাসহ বেশ কিছু যৌথ প্রাকাশনায় বই প্রকাশিত হয়েছে। গল্পের বই ‘বরফ গলার ইতিকাথা ও গেরি চ্যাপম্যানের বিখ্যাত বই “The Five Love Language” এর অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং বেশ সফলতার দেখাও পেয়েছে।

রাজিব রাজিবুল হাসান সব ধরনের গান লিখতে সাচ্ছন্দ্যবোধ করেন। লিখেছেন ইসলামি গান, শ্যামাসঙ্গীত, কীর্তন, ভক্তিগীতি, কাব্যগীতি সহ ফোক ঘরনার গান। এবার পূজায় তাঁর লেখা একটি আগমনী গান, একটি কীর্তন ও দু’টি শ্যামাসঙ্গীত। 

“আলোর বেণু বাজিয়ে এসো” শিরনামে আগমনী গানটিতে সুর ও কন্ঠ দিয়েছেন বাংলাদেশ বেতারের সংগীত পরিচাল ও বিশিষ্ট সংগীতশিল্পী শ্রদ্ধেয় শিমু দে, সঙ্গীত আয়োজন করেছেন শ্রদ্ধেয় বিনোদ রায়। 

বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ও ছায়ানটের সম্মানিত শিক্ষক শ্রদ্ধেয় বিজন মিস্ত্রীর কন্ঠে আসছে কীর্তন “আমি বসিয়া বিজনে” গানটিতে সুর সংযোজন করেছেন কোলকাতা থেকে শ্রদ্ধেয় কমল কৃষ্ণ এবং সঙ্গীত আয়োজন করেছেন কেজিএম রাহাত বাকি শ্যামাসঙ্গীত দুটোর সঙ্গীত আয়োজনও তিনিই করেছেন। 

“আর কিছু চাইনা মাগো তোমার করুণা ছাড়া” গানটিতে সুর দিয়েছেন বিশিষ্ট সুরকার ও সঙ্গীতশিল্পী শ্রদ্ধেয় সোনালী রায় এবং কন্ঠ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী শ্রদ্ধেয় ড. প্রিয়াংকা গোপ। 

“ভুবন মহিনী মা শ্যামা” গানটি শ্রদ্ধেয় কমল কৃষ্ণের সুরে কন্ঠ দিয়েছেন বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী শ্রদ্ধেয় বিজয়া সেনগুপ্তা এবং রাজিব রাজিবুল হাসানের কথা ও সুরে একটি শিশুতোষ গানে কন্ঠ দিয়েছেন শিশুশিল্পী মনিকুন্তুলা মম। 

আরো পড়ুনমেজাজ হারালেও ভক্তদের যে ইচ্ছা পূরণ করলেন অরিজিৎ

এছাড়াও আরো দুটি কাব্যগীতি, গান দুটিতে সুর ও কন্ঠ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ছায়ানটের সম্মানিত শিক্ষক ও বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী শ্রদ্ধেয় মাহমুদুল হাসান। এছাড়াও তাঁর গান গেয়েছেন যে সকল বিশিষ্ট সঙ্গীত শিল্পীদয় তাঁরা হলেন, রাহাত আরা গীতি, কাফি মাহমুদ, মাহমুদুল হাসান, বিমান চন্দ্র বিশ্বাস, রতন সাহা, শহীদ খান, অর্চনা মালাকার, রেহানা পারভীন হাসি, মঞ্জুষা চক্রবর্তী (কোলকাত), শতরূপা রায় কর(হায়দারাবাদ) ত্রিবেণী পান্না, শাহীন এসবি, মোঃ সাইফুল ইসলাম এবং রোবাইদা বিনতে ইসলাম দীনা প্রমুখ।

তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণা এবং তাঁর সৃষ্টিকর্ম প্রচার ও প্রসারের কাজ একনিষ্ঠভাবে করে যেতে চান।

এসি/ওআ


রাজিব রাজিবুল হাসান পূজার গান

খবরটি শেয়ার করুন