শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

প্রচণ্ড গরমে বেড়েছে হাত পাখা বিক্রি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৭ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

সারাদেশের মত রাজবাড়ী জেলায় তীব্র লোডশেডিং ও তাপদাহে  জনজীবন বিপর্যস্থ ও দুর্বিসহ হয়ে উঠেছে। গরমে বেড়েছে তাই তালের পাতা দিয়ে তৈরী হাত পাখার চাহিদা।

রাজবাড়ী বড় বাজার পালপট্টি মোড়ে কয়েকটি পাখার দোকানে উপচেপরা ভীড় দেখা গেছে। গরমে শান্তির পরশ পেতে সবাই হুমরি খেয়ে পরেছে পাখার দোকানে। এসব দোকানে তাল পাতার প্রতিটি হাত পাখা মান ও আকার ভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা দরে।

হাত পাখা কিনতে আসা বাহার শেখ বলেন, বাজারে কাচা শাক-সবজি কিনতে এসেছিলাম। প্রচন্ড গরমে ঘেমে অস্থির লাগছে। পাখার দোকানে দেখছি অনেক ভীড়। যে পরিমান গরম আর লোডশেডিং তাতে পরিবারের সবাই কে নিয়ে খুব কষ্টে আছি। দুইটা তালের পাতার হাত পাখা কিনলাম ১০০ টাকা দিয়ে।

গৃহবধূ শেফালী বেগম বলেন, রাতে যখন লোডশেডিং হয় ঘন্টার পর ঘন্টা বাচ্চারা গরমে ঘেমে ভিজে যায় ঘুমাতে পারেনা। বাজারে এসে দুইটা হাত পাখা কিনলাম।  প্রতি পিস ৫০ টাকা করে নিয়েছে।

মুদি দোকানী সমসের শেখ বলেন, আমি বাজারেই মুদি দোকান করি। বিদ্যুত চলে গেলে যে গরম লাগে তাতে আর দোকানে বসে থাকতে ইচ্ছে করেনা। কি আর করবো ব্যবসা বাণিজ্য তো করতেই হবে। একটা হাত পাখা কিনলাম ৫০ টাকা দিয়ে। অন্তত নিজের হাতে একটু বাতাস নিতে পারবো। গরমে ছোট বড় সকলের খুব কষ্ট হচ্ছে।

তালের পাখা বিক্রেতা বিজয় দত্ত জানান, গত কয়েক সপ্তাহের প্রচন্ড গরম আর তীব্র লোডশেডিং হওয়ায় তালের পাতার হাত পাখার চাহিদা বেড়েছে। গ্রামের কারিগরের কাছ থেকে পাইকারী দামে পাখা কিনে এনে আমরা খুচরা বিক্রি করি।

আরো পড়ুন: পুকুর খননে বের হচ্ছে দুই রঙের পানি, জনমনে কৌতূহল

পাখা বিক্রেতা সুশান্ত পাল বলেন, গ্রীষ্মকালে বিশেষ করে বৈশাখ, জ্যৈষ্ঠ, আশ্বিন, কার্তিক ও চৈত্রসহ কয়েকটি মাসে প্রচণ্ড তাপপ্রবাহ এবং ভ্যাপসা গরম পড়ে। এসময় তালপাতা দিয়ে তৈরি হাত পাখার চাহিদা বহু গুণ বেড়ে যায়।

এম এইচ ডি/

গরম হাত পাখা লোডশেডিং তাপদাহ গ্রীষ্মকাল তালপাতা

খবরটি শেয়ার করুন