শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

প্রার্থী চূড়ান্তে আ.লীগের সভা শুরু বৃহস্পতিবার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে শুরু হবে।

সোমবার (২০ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির ও জমার সময়সীমা বাড়ছে না। আর ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বসবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা।

গত ১৬ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।

আর এই সময়ের আগেই মনোনয়ন প্রত্যাশীদের দলীয় ফরম সংগ্রহ করতে হবে। এর পর যাচাই-বাছাই শেষে দলের পক্ষ থেকে প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে।

আরো পড়ুন: পেছালো ফখরুলের জামিন শুনানি

তফসিল ঘোষণার পরই আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ৩০০ আসনে প্রার্থিতার জন্য প্রথম দুইদিন শেষে রোববার পর্যন্ত দলের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে দুই হাজার ২৮৬টি। ফরম বিক্রি থেকে আওয়ামী লীগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

এসকে/ 

আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী চূড়ান্ত

খবরটি শেয়ার করুন