সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

প্রিয় প্রেমের পাখি, তুমিহীনা আমার শহরটি শূন্যই পড়ে রইলো

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

প্রিয় প্রেমের পাখি,

তোমাকে আমার শহরে ভেড়ানোর জন্য শহরটির নির্মাণ শুরু হয়েছিল অর্ধযুগ আগে থেকেই। তোমাকে নিয়ে শহরটিতে জড়ো করলাম আবেগ, মায়া, আকুতি; তোমাকে পাওয়ার ইচ্ছা। চেয়েছিলাম সবগুলো চাওয়াকে পাওয়াতে রুপান্তরিত করতে। তবে তা কী আর হলো!

প্রেমের পাখিকে নিয়ে ছিল কতো চিন্তা চেতনা, রয়েছিল তার সাথে ইচ্ছেটুকু। তাকে ভেড়াতে চেয়েছিলাম আমার জনমানবহীন শূন্য শহরে। তবে তা কী আর করতে দিলে! 

চেয়েছিলাম তোমাকে আমার শহরে ছেড়ে দিতে, যাতে তুমি নির্দ্বিধায় উড়ে বেড়াতে পারো। কিন্তু তুমি আর রইলে কোথায়! চেয়েছিলাম তোমাকে আমার হৃদয় নামক খাঁচায় রাখতে, যাতে তুমি দিন শেষে নিরাপদে থাকো। 

তবে তুমি আর থাকলে কোথায়। তুমিহীনা এই হৃদয় নামক খাঁচায় শূন্যতার দখল হয়েছে। জানি না তোমার মতো এমন প্রেমের পাখি আমার শহরে ভিড়বে কিনা। তবে তুমিহীনা আমার শহরটি শূন্যই পড়ে রইবে।

——ইতি

তোমার

বহিস্কৃত শূন্য শহর  

আরো পড়ুন : প্রিয় নিম পাতা, তুমি আমার অনুপ্রেরণার প্রধান চালিকাশক্তি

এস/ আই. কে. জে/ 

চিঠি প্রিয় প্রেমের পাখি

খবরটি শেয়ার করুন