সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

প্রিয়, ভুল করে ভালোবাসা যায়, ভুলে থাকা যায় না

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩

#

প্রিয়,

এতো দূরে থেকেও মায়ায় জড়িয়ে রাখো, কী সাংঘাতিক তুমি! তুমি কখনও বুঝতেই পারবে না তোমাকে পাওয়ার কতোটা তীব্র ইচ্ছা নিয়ে তোমার থেকে দূরে সরে এসেছি। দেখা হয় না, কথা হয় না, তবুও কোথাও না কোথাও তুমি আমার সাথেই থাকো। 

আমার স্মৃতিতে, স্বপ্নে, অসম্ভব যন্ত্রণায়, মন খারাপ করা গানের লাইনে, মাঝ রাতের বুকের ব্যথায় তুমি আছো। রোজ নিয়ম করে মনে রেখেছি তোমায়। ক্ষমা করে দিও, অপ্রিয় হয়েও বার বার প্রিয় হওয়ার জন্য বিরক্ত করেছি তোমায়। ভুল করে ভালবেসে ফেলা যায়, তবে ভুল করে ভুলে থাকা যায় না। কারণ সম্ভবের প্রতি আমাদের অসম্ভব টান।  

শখের খুঁজে পাওয়া এক প্রজাপতি, হাজার বছর তাকিয়ে থাকলেও আমার মায়া কমবে না তোমার প্রতি। তুমি আমার সাধ্যের বাইরে চাওয়া এক প্রিয় মানুষ। যত ভুলতে চেয়েছি তুমি হয়েছো ততো নিকটতম। একি দুর্বার আকর্ষণ তোমার। তোমাকে লিখবো না বলেও পুরো একটা কবিতা লিখে ফেলি। তোমায় ভাববো না ভেবেও ছন্নছাড়া পুরো দুপুর তোমায় ভেবে কাটাই।  

তোমার করা কোনো ফান, মজা করে দুষ্টুমি করে বলা কোনো পঁচা কথার জন্য, আমি কখনো তোমায় খারাপ ভাবিনি। এক মুহূর্তের জন্য খারাপ ছেলে মনে হয়নি। একটা ছেলে একটা মেয়েকে এভাবেই ট্রিট করে, মেয়েটা যেমন। ছেলেরা একটু এমনই হয়। পৃথিবীর কোনো ছেলেই ধোঁয়া তুলসি পাতা না। কেউ কম কেউ বেশি। আর বন্ধুত্বের মধ্যে এটুকু মজা স্বাভাবিক হয়েই থাকে। 

হ্যাঁ, এটা সত্যি আমি ব্যাচমেট বন্ধুত্বের সাথে এধরনের মজা কখনও করিনি। তোমার সাথে বন্ধুত্বটা একটু আলাদা। আমরা জাস্ট ফান করে দুষ্টুমি করে হয়তো চ্যাট করেছি, কিন্তু কোনো নোংরামির লিমিট ক্রস করিনি। অনেক সময় আমরা দুজনই মজা করেছি, আমি বলেছি বলেই তুমি বলেছো। কিন্তু আমি এক মুহূর্তের জন্য তোমায় খারাপ ছেলে ভাবিনি। 

যখন আমি তোমায় খারাপ ছেলে ভাবিনি অন্যের কাছে তোমায় কিভাবে খারাপ বলবো বলো? তোমায় কেউ খারাপ বললে, খারাপ ভাবলে, আমার কতোটা কষ্ট হয় সেটা কখনো বুঝবে না তুমি। আমার কি একটাই অপরাধ যে তোমায় ভালোবেসেছি? 

তাই বার বার আমাকে অপরাধী করো। আমার বোন বা কাছের কোনো মানুষ যে জিনিসটা অনেক চেয়েও পায়নি বলে তিলে তিলে কষ্ট পাচ্ছে, সেটা জানার পরও সেই জিনিসটা পেতে পারি বলেই সেটা নিতে পারি না। ভোগ করতে পারি না। আমার বোন কখনও না পাক, সেই জিনিস বোনের কোনদিন না হোক। তবু সেটা আমি আমার ভাবতে পারবো না।

----ইতি

আরো পড়ুন : প্রিয় ‘পঁচা মানুষ’, আপনার অপেক্ষায় রইলাম

এস/ আই.কে.জে

চিঠি বন্ধু প্রিয়

খবরটি শেয়ার করুন