শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

প্রয়াত আমিরকে শ্রদ্ধা জানাতে কুয়েতে বিশ্বনেতারা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কুয়েতের প্রয়াত আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহকে শ্রদ্ধা জানাতে কুয়েতে জড়ো হয়েছেন বিশ্বনেতারা। রোববার (১৭ই ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে শেখ নাওয়াফকে কবর দেয়া হয়। আগের দিন শনিবার (১৬ই ডিসেম্বর) তিনি মারা যান।

উপসাগরীয় দেশটির নতুন আমির হিসেবে শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ এর নাম ঘোষণা করা হয়েছে, যিনি প্রয়াত আমিরের সৎ ভাই। ৮৩ বছর বয়সের শেখ মেশাল এতদিন যুবরাজের দায়িত্ব পালন করেছেন। যদিও ২০২১ সাল থেকে তিনিই কার্যত কুয়েত শাসন করেছেন। শেখ নাওয়াফ অসুস্থতার কারণে আমিরের অনেক দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।

কুয়েতের পার্লামেন্টে শপথ গ্রহণের মাধ্যমে আমিরের আসনে বসবেন শেখ মেশাল। নিজের উত্তরসূরি ঘোষণার জন্য তিনি সর্বোচ্চ এক বছর সময় পাবেন।

আরো পড়ুন: কুয়েতের নতুন আমির মিশাল আল-আহমাদ


প্রয়াত শেষ নাওয়াফকে শেষ শ্রদ্ধা জানাতে কুয়েতে গিয়েছেন প্রতিবেশী সৌদি আরবের যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। তাদের আলাদা আলাদা ভাবে শেখ মেশালের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীও কুয়েতের আমিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ১৯৯০ সালে কুয়েত আক্রমণ করেছিল ইরাক। দেশটি এক বছর বাগদাদের নিয়ন্ত্রণে ছিল। পরে আমেরিকা ও তাদের মিত্ররা ইরাক আক্রমণ করে কুয়েতকে স্বাধীন করে। আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও কুয়েত গিয়েছেন এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ সালেম আব্দাল্লাহ আল-সাবাহ ও প্রতিরক্ষামন্ত্রী শেখ আহমেদ আল-ফাহাদ আল-সাবাহ এর সঙ্গে দেখা করেন।

অস্টিন বলেন, “প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি । ”

সূত্র: রয়টার্স

এইচআ/ আই.কে.জে/

কুয়েত শ্রদ্ধা আমির বিশ্বনেতা

খবরটি শেয়ার করুন