শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ফিলাডেলফিয়াকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে মেসির মায়ামি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সুবারু পার্কে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে মেসির ইন্টার মায়ামি। এবারের মৌসুমে ঘরের মাঠে ফিলাডেলফিয়ার এটাই প্রথম হার।

খেলার প্রথমার্ধেই মেসিরা জয় নিশ্চিত করে ফেলেন। হোসেফ মার্তিনেজ, মেসি ও জর্দি আলবার গোলে ৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধটা শেষ করে মায়ামি। ৮৪ মিনিটে দাভিদ রুইজ করেছেন চতুর্থ গোলটি। এর আগে ফিলাডেলফিয়ার আলেহান্দ্রে বেদোয়া একটি গোল করে ব্যবধান কমিয়েছিলেন।

বরাবরের মতো আজও ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় মায়ামি। তৃতীয় মিনিটে ভেনেজুয়েলান ফরোয়ার্ড মার্তিনেজ এগিয়ে দেন মেসিদের। লিগস কাপে এ নিয়ে পাঁচ ম্যাচে প্রথম ১৫ মিনিটের মধ্যেই গোল করল মায়ামি।

মেসি ব্যবধানটা দ্বিগুণ করেন ২০ মিনিটে। মায়ামির জার্সিতে নবম গোলটি মেসি করেছেন ৩০ মিটার দূর থেকে মাটি কামড়ানো এক শটে। বাঁ দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি ফিলাডেলফিয়া গোলরক্ষক। ইএসপিএন জানাচ্ছে মেসি ক্যারিয়ারে এর চেয়ে বেশি দূরত্ব থেকে মাত্র একটি গোলই করেছেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে সাবেক বার্সা তারকা আলবা গোল করে জয় প্রায় নিশ্চিত করে দেন মায়ামির। 

এদিকে মেসি যোগ দেওয়ার পর এ নিয়ে ৬ ম্যাচে ২১ গোল করল মায়ামি। অথচ মেসি যোগ দেওয়ার আগে মেজর লিগ সকারের ২২ ম্যাচে মাত্র ২২টি গোল করতে পেরেছিল দলটি।

বাংলাদেশ সময় রোববার (২০ আগস্ট) মেক্সিকোর মন্তেরেই অথবা যুক্তরাষ্ট্রের ন্যাশভিল এসসির বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। 

এম.এস.এ্

লিওনেল মেসি ইন্টার মায়ামি

খবরটি শেয়ার করুন