বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বাজারে আসতে শুরু করেছে মুড়িকাটা পেঁয়াজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

প্রতি বছরের মতো এবারও মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে এবং দেশের বাজারে এই পেঁয়াজ আসতে শুরু করেছে। পাশাপাশি এবছর গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ হয়েছে প্রায় ৫০০ হেক্টর জমিতে। যা থেকে উৎপাদন হবে প্রায় ৫০ হাজার টন পেঁয়াজ।

এই মুড়িকাটা ও গ্রীষ্মকালীন নতুন পেঁয়াজ ক্ষেত থেকে তোলা ও বাজারে আসা শুরু হয়েছে এবং বাজারে থাকবে ৩ থেকে সাড়ে তিন মাস। কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছরের জুলাই থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত দেশে ৫ লাখ ৭১ হাজার ৫৩৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে। যা গতবছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৫৫ হাজার ২২৪ টন বেশি। গত বছর এই সময়ে আমদানি হয়েছিল ৪ লাখ ১৬ হাজার ৩১০ টন পেঁয়াজ।

এদিকে দেশে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে ভারত থেকে ৫২ হাজার টন পেঁয়াজ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এরইমধ্যে ভারতে বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার (১০ই ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, ভারতীয় দূতাবাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে।

প্রাইভেট সেক্টরের ৫২ হাজার টন পেঁয়াজ আমদানির এলসি খোলা আছে। সেগুলো যাতে ছাড়া হয় সে বিষয়ে তাদের অনুরোধ করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুতই এসব পেঁয়াজ দেশে আসবে।

আরো পড়ুন: ম্যাজিস্ট্রেট দেখে ২০০ টাকা কেজি পেঁয়াজ হয়ে গেলো ১০০

এসি/ আই.কে.জে/


মুড়িকাটা পেঁয়াজ

খবরটি শেয়ার করুন