সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি ১৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৮ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই  বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপিপন্থি ৭ আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানির জন্য আগামী ১৯ অক্টোবর তারিখ ধার্য করা হয়েছে। 

বুধবার (৩০ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ এ তারিখ ধার্য করেন।

গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) সুপ্রির কোর্টের আপিল বিভাগে অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি জাতীয়তবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ সাতজন বিএনপিপন্থি আইনজীবীর বিরুদ্ধে অভিযোগটি করেছিলেন। 

উল্লেখ্য ১৫ আগস্টের শোক দিবসের আলোচনা সভায় ‘বিচারপতিরা শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেওয়ায় আপিল বিভাগের দুইজন বিচারপতির বিরুদ্ধে একাধিকবার সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করে আসছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গত ২৭ আগস্টও একটি সংবাদ সম্মেলন করেছিল বিএনপিপন্থি আইনজীবীরা। 

এম.এস.এইচ/ 

আদালত

খবরটি শেয়ার করুন