শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বিডা’র পোর্টালে আরো চারটি নতুন সেবার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ১০ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে আরো চারটি সেবা নতুনভাবে যুক্ত করা হয়েছে। বিডা’র নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া মঙ্গলবার প্রতিষ্ঠানটির কনফারেন্স কক্ষে ওয়ান-স্টপ সার্ভিস সিস্টেমে নতুন চারটি সেবা সংযুক্তির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর  আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সেবা চারটি হলো- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের  ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ওয়েভার অব কন্ডিশন ৭ প্রদান, যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের সিঙ্গেল প্রসেস (নামের ছাড়পত্র,  কোম্পানি নিবন্ধন ও পেমেন্ট) এবং  চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দখল সনদ প্রদান।

এতে এখন থেকে বিডার ২০টি সেবা এবং অন্যান্য ২২টি প্রতিষ্ঠানের ৪৭ সেবাসহ মোট ৬৭টি সেবা অনলাইন ওএসএস সিস্টেমের মাধ্যমে প্রদান করা সম্ভব হবে।

লোকমান হোসেন মিয়া বলেন, বিডা’র ওএসএস পোর্টালে নতুন চারটি সেবা  যুক্ত হওয়ায়, এখন বিনিয়োগকারীরা ঘরে বসেই আরো বেশি বিনিয়োগ সেবা পাবেন। অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সেবা গ্রহণের জন্য বিনিয়োগকারীদের অফিসে আসার কোনো প্রয়োজন নেই। তারা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই অতি সহজেই মাত্র ১০ মিনিটের মধ্যেই কাঙ্খিত সেবা গ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

আরো পড়ুন: ধানমন্ডিতে গাছ কাটা বন্ধ না হলে লাগাতার আন্দোলনের হুমকি

তিনি বলেন, যদি আবেদনে কোনো কাগজ পত্রের ঘাটতি থাকে তাহলে তা মোবাইলে এসএমএস বা ইমেলের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।

তিনি আরো বলেন, গত ১৫ বছরে প্রধানমন্ত্রীর দক্ষ দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর জাপান সফরের সময়ে  মিতসুবিসিসহ সে দেশের শীর্ষ কোম্পানিগুলো বাংলাদেশে বিপুল বিনিয়োগ ও জাপানি কোম্পানিগুলোর জন্য স্পেশাল অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছে।

তিনি জানান, বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার ১৫০টির বেশি  বিনিয়োগসেবা প্রদানের লক্ষ্যমাত্রা বিডা’র রয়েছে।

অনুষ্ঠানে বিডা’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ গৃহায়ন ও গণ পূর্তমন্ত্রণালয়, যৌথমূলধন কোম্পানি ও ফার্মসসমূহের পরিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম এইচ ডি/ আই. কে. জে/

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা অনলাইন পোর্টাল ওয়ান স্টপ সার্ভিস সেবা

খবরটি শেয়ার করুন