সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশে যেতে বাধা নেই ড. ইউনূসের: শ্রম আদালত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

ফুটবল সামিটসহ একাধিক বিদেশি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নিতে ড. মুহাম্মদ ইউনূসের আইনী বাধা নেই বলেছে আদালত।

বুধবার (৬ই ডিসেম্বর) তাকে বিদেশে যাওয়ার অনুমোদন দেন শ্রম আদালত।

এরআগে, গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১০৬ শ্রমিককে ১০৩ কোটি টাকা দিতে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায় বাতিল করেছেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ রুল নিষ্পত্তি করে এ আদেশ দেন।

এর আগে গ্রামীণ কল্যাণের সাবেক ১০৬ কর্মীকে মুনাফার অংশ দিতে নির্দেশ দিয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেয়া রায় অবৈধ ঘোষণা প্রশ্নে জারি করা রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ।

আরো পড়ুন: অপরাধ করিনি, শঙ্কিত হওয়ার কারণ নেই : ড. ইউনূস

সেই সঙ্গে এই সময়ে ১০৬ শ্রমিককে মুনাফা দিতে শ্রম আপিল ট্রাইব্যুনালের রায়ের ওপর হাইকোর্টের দেয়া স্থিতাবস্থা স্থগিতই থাকবে বলে জানিয়েছিলেন সর্বোচ্চ আদালত।

এসকে/ 


ড. মুহাম্মদ ইউনূস শ্রম আদালত

খবরটি শেয়ার করুন