বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে তাইওয়ানকে আমন্ত্রণের আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগামী ২১ থেকে ৩০ মে জেনেভায় আয়োজিত হতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বার্ষিক বৈঠক। এ বৈঠকে তাইওয়ানকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর চাপ প্রয়োগ করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

চীন তাইওয়ানকে তার অংশ হিসেবে দেখে এবং তাইওয়ানকে চীনের সাথে একত্র করার সর্বোচ্চ চেষ্টা করে চলেছে। ২০১৭ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক বৈঠকে তাইওয়ানের উপস্থিতির উপর নিষেধাজ্ঞা প্রয়োগের চেষ্টা চালাচ্ছে চীন। তাইওয়ান অন্যদিকে চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লিঙ্কেন জানান, তাইওয়ানকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানোর মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হবে।

একটি বিবৃতিতে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে সমর্থন জানানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন।

চীনের জন্য বিভিন্ন বৈশ্বিক গোষ্ঠী থেকে বাদ পড়ে তাইওয়ান। ফলে করোনা মহামারীকালীন সময়ে তাকে বিশেষ অসুবিধার মুখে পড়তে হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্তব্য জনসাধারণকে বিভ্রান্ত করছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের প্রতি সমর্থন দেখানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ব্যবহার করতে নিষেধ করেন।

বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে ওয়াং ওয়েনবিন বলেন, ডব্লিউএইচও সহ আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন কার্যক্রমে তাইওয়ানের অংশগ্রহণ অবশ্যই এক-চীন নীতি অনুসারে পরিচালনা করা উচিত।

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন